বাংলাহান্ট ডেস্ক: মডেলিং কেরিয়ার থেকে উঠে এসে বলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠেছেন দীপিকা পাডুকোন (Deepika Padukone)। ডেবিউ ছবিতেই তাক লাগিয়ে দেওয়ায় আর কাজের জন্য হা পিত্যেশ করতে হয়নি তাঁকে। প্রথম সারির পরিচালক, অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। পাড়ি দিয়েছেন হলিউডেও। কিন্তু এত প্রশংসা, সম্মানের মধ্যেও অতীতের একটি বিষয় এখনো ভুলতে পারেননি দীপিকা।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রীর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, এত বছরে সবথেকে ভাল আর সবথেকে খারাপ পরামর্শ কী পেয়েছেন তিনি? দীপিকা বলেন, তাঁকে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করতে বলা হয়েছিল। তখন তাঁর বয়স মাত্র ১৮ বছর! তবে সে পরামর্শ কানেও তোলেননি অভিনেত্রী।
আর সবথেকে সেরা পরামর্শ কী পেয়েছেন? দীপিকা বলেন, “শাহরুখ খুব ভাল পরামর্শ দেয়। আমি অনেক পরামর্শ পেয়েছি ওর থেকে। তার মধ্যে সবথেকে মূল্যবান পরামর্শ ছিল, যেসব মানুষের সঙ্গে ভাল সময় কাটানো যায় তাদের সঙ্গেই কাজ করতে। কারণ ছবিতে অভিনয়ের সঙ্গে সঙ্গে আমরা স্মৃতি তৈরি করছি, অভিজ্ঞতা সঞ্চয় করছি।”
প্রসঙ্গত, মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন দীপিকা। তারপর ২০০৭ সালে পরিচালক ফারাহ খানের ‘ওম শান্তি ওম’ দিয়ে অভিনয় শুরু করেন তিনি। প্রথম ছবিতেই এমন ছাপ ফেলেছিলেন যে তারপর থেকে আর প্রস্তাবের জন্য অন্তত ভাবতে হয়নি দীপিকাকে।
তাঁর সাম্প্রতিক ছবি ‘গহরাইয়া’। তবে আশাজনক প্রতিক্রিয়া পাননি দর্শকদের থেকে। প্রশংসার থেকে সমালোচনা বেশি হয়েছে দীপিকার। মূলত ছবির গল্পের জন্যই এত নিন্দা হয়েছে। তবে সকলেই একটা কথা স্বীকার করেছেন, দীপিকার কেরিয়ারের অন্যতম প্রশংসনীয় পারফরম্যান্স ‘গহরাইয়া’র।