‘আমি গর্বিত নিজের মতপ্রকাশ করতে আমরা ভয় পাইনি’, ঐশীদের সাহস জুগিয়ে পাশে দাঁড়ালেন দীপিকা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রথমে দিল্লির জামিয়া মিলিয়া, এবার জেএনইউ। পড়ুয়াদের ওপর নিরন্তর হামলা লেগেই রয়েছে। জামিয়া মিলিয়ার পড়ুয়াদের ওপর পুলিসি অত্যাচারের ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন বলিউডের বেশ কিছু তারকা। জেএনইউয়ের ক্ষেত্রেও তাঁর ব্যতিক্রম হল না। তবে এবার শুধু মুখে বা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ নয়। সশরীরে আক্রান্ত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে, তাদের লড়াইয়ে পাশে দাঁড়াতে জেএনইউতে পৌঁছে গেলেন দীপিকা পাডুকোন।

রবিবার সন্ধ্যায় জেএনইউতে পড়ুয়াদের ওপর এই পাশবিক অত্যাচারের প্রতিবাদে মঙ্গলবার সকালেই মুখ খুলেছিলেন দীপিকা। সবাইকে চমকে দিয়ে সেদিন সন্ধ্যাতেই হাজির হন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আহত ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ সহ বাকিদের সঙ্গে দেখা করে তাঁদের সাহস যোগান। এদিন জেএনইউয়ের প্রাক্তনী কানহাইয়া কুমারও হাজির ছিলেন সেখানে। এই ঘটনার আগে দীপিকাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমি গর্বিত যে আমরা নিজেদের মতামত পেশ করতে ভয় পাইনি। কী হতে পারে বা না পারে সেই বিষয়ে না ভেবে আমরা নিজেদের মতপ্রকাশ করছি, এটা সত্যিই একটা দৃষ্টান্ত”।

শুধু দীপিকা পাডুকোন নন, জেএনইউ কাণ্ডের পর রিচ্চা চাড্ডা, কঙ্কনা সেনশর্মা, আয়ুষ্মান খুরানা, অনুরাগ কাশ্যপ, তাপসী পন্নু সহ আরও অনেক তারকাই সোশ্যাল মিডিয়ায় সরব হন এর প্রতিবাদে। দক্ষিণী অভিনেতা আর মাধবনও লেখেন, “পৃথিবীতে হিংসার কোনও জায়গা নেই। পড়ুয়াদের সঙ্গে তো একেবারেই নয়। মহিলাদের সঙ্গে যারা এমন আচরণ করেছেন তাদের সঙ্গেও এমনটাই করা উচিত।” সোশ্যাল মিডিয়ায় আবদ্ধ না থেকে পথে নেমেও প্রতিবাদ করেন বলি তারকারা। গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা যায় অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার, রাহুল বোস, রিচা চাড্ডা সহ আরও অনেক তারকাদেরই।

রবিবার সন্ধ্যায় রীতিমতো আতঙ্কের পরিবেশ নেমে আসে জেএনইউ বিশ্ববিদ্যালয় চত্বরে। লোহার রড, ব্যাট নিয়ে পড়ুয়াদের ওপর চড়াও হয় গুণ্ডাবাহিনী। মেয়েদের হস্টেলেও হামলা করা হয়। বঙ্গকন্যা ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষও পার পাননি। রড়ের আঘাতে তাঁর মাথা ফেটে যায়। তড়িঘড়ি এইমসে ভর্তি করা হয় তাঁকে। পাঁচটা সেলাই পড়েছে তাঁর মাথায়।

সম্পর্কিত খবর

X