মহিলাদের সুরক্ষা ও ক্ষমতা প্রতিষ্ঠা করতে ক‍্যাব সার্ভিস চালু করছেন দীপিকা

বাংলাহান্ট ডেস্ক: বর্তমান পরিস্থতিতে নারী নিরাপত্তা সুনিশ্চিত করা খুবই জরুরি একটা বিষয়। এর জন‍্য একে অপরের সাহায‍্যের জন‍্য এগিয়ে আসতে হবে মহিলাদেরই। এই কথাটা মাথায় রেখেই মহিলাদের সুরক্ষার জন‍্য নয়া উদ‍্যোগ নিলেন দীপিকা পাডুকোন। অ্যাপ ক‍্যাব সার্ভিস চালু করতে চলেছেন তিনি।

images 15 4
সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্লু স্মার্ট ক‍্যাব সার্ভিসের প্রধাধ পুনিত গয়াল জানান, তাঁদের ক‍্যাব সার্ভিস খুব পছন্দ দীপিকার। তাঁদের ক‍্যাবের সুরক্ষার নিশ্চয়তার জন‍্যই এই ক‍্যাব সার্ভিসে বিনিয়োগ করার ইচ্ছাপ্রকাশ করেন অভিনেত্রী। ইতিমধ‍্যেই ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন তিনি। আরও ৫০ লক্ষ করবেন বলেও জানান পুনিত।
জানা যাচ্ছ, সময়ে অসময়ে মহিলাদের সুবিধার জন‍্যই এই ক‍্যাব সার্ভিস শুরু করার পরিকল্পনা করেন দীপিকা। শুধু তাই নয়, এই ক‍্যাব সার্ভিসে মহিলা চালকদেরই নেওয়া হবে বলেও জানান পুনিত গয়াল। এতে মহিলাদের ক্ষমতা ও অধিকারও সুপ্রতিষ্ঠিত হবে। এমনটাই মত দীপিকার।

images 16 5
প্রসঙ্গত, ব‍্যবসা ছাড়াও অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দিকেও মনোনিবেশ করেছেন দীপ্পি। স্বামী রণবীর সিং অভিনীত ‘৮৩’ ছবির সহ প্রযোজক তিনি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দীপিকার ‘ছপক’এর প্রযোজনাও করেছে তাঁরই প্রযোজক সংস্থা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর