বাংলা হান্ট ডেস্কঃ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার দেশের প্রথম রাফাল বিমান প্রাপ্ত করেন। দেশের প্রথম রাফাল নেওয়ার জন্য ফ্রান্সে গেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে রাজনাথ সিং এর সাথে অনেক ভারতীয় আধিকারিক উপস্থিত ছিলেন। বিজয় দশমীর অবসরে আজ দেশের প্রথম রাফাল পাওয়ার পর প্রতিরক্ষা মন্ত্রী শস্ত্র পুজো করেন।
রাফাল নিতে ফ্রান্সে যাওয়া প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, আজ আমি খুব খুশি কারণ রাফাল বিমান সময়ের আগেই ভারতে আসছে। এই বিমান ভারতীয় বায়ুসেনায় যুক্ত হলে, আমাদের সেনার শক্তি অনেক গুণ বেড়ে যাবে। রাজনাথ সিং বলেন, আজ ভারত আর ফ্রান্সের রাজনৈতিক অংশীদারির নতুন অধ্যায় শুরু হল।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, আজ দশেরা যেটাকে বিজয় দশমীও বলা হয়। আজকের দিনে আমরা দুষ্টের দমনের খুশি পালন করি। আর আজ ৮৭ তম বায়ুসেনা দিবস। আর সেই জন্য আমাদের কাছে আজকের দিন খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের জানিয়ে রাখি, দেশের প্রথম রাফাল হাতে পাওয়ার পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ শস্ত্র পূজা করেন। এরপর তিনি রাফালে করে আকাশে উড়ে যান।