উত্তর প্রদেশের(UP) রাজধানী লখনউ তে ডিফেন্স এক্সপো ২০২০ এর আয়োজন শুরু হয়ে গেছে। এই অনুষ্ঠানে ভারতীয় সেনা নিজের পরাক্রম পরিবেশন করবে। এর ই মাঝে এক্সপো তে ভারতীয় সেনার -৫০ ডিগ্রিতে থাকার জন্য প্রস্তুত করা বিশেষ স্যুট ও দেখানো হয়েছে।
সেনার জন্য প্রস্তুত করা বিশেষ বর্ম, টুপি, এবং মুখোশ দেখতে বহু মানুষ প্রতি বছর এই এক্সপো তে এসে জমায়েত হয়। বলা হয়েছে যে এই বর্মটি সিয়াচীনের মতো ভয়াবহ এবং সংকটপূর্ণ এলাকায় বসবাসের জন্য বানানো হয়েছে। বলা হচ্ছে যে এই বর্ম -৫০ ডিগ্রী তাপমাত্রাতেও সেনাকে সচল থাকতে সাহায্য করবে ।
এত ক্ষমতা থাকা সত্ত্বেও এই স্যুট টি অনেকটাই হালকা। হালকা হওয়ার দরুন সেনার জাবানরা এটি সহজে অনেকক্ষন পরে থাকতে পারবে বলে গবেষকদের ধারনা। এখন বর্তমানে স্যুটটির সাপ্লাই নিয়ে কথা চলছে তবে এটি কিছুদিনের মধ্যেই সরকার অনুমোদিত হতে চলেছে বলে জানা যায়।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার