দত্তক পুত্রের বিয়েতে গিয়ে আবেগঘন হয়ে পড়লেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, দেখুন সেই ছবি

বাংলাহান্ট ডেস্কঃ দত্তক ছেলে ডাঃ বৃজেন্দ্রের বিবাহের অনুষ্ঠানে উত্তরপ্রদেশের গাজীপুরের মাদারীপুরে গেলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। প্রতিরক্ষা মন্ত্রী বিয়ের আসরে আসতে দেখেই মুহূর্তের মধ্যে বিয়ে বাড়ির আনন্দ দ্বিগুণ হয়ে যায়। চারিদিকে শোরগোল পড়ে যায়। নবদম্পতিকে আশির্বাদ করে কিছুক্ষণ সেখানে তাদের সঙ্গে কাটালেনও দেশের প্রতিরক্ষামন্ত্রী।

বৃজেন্দ্র যখন ছোট ছিল, তখনই তাঁর বাবা মারা যায়। মা তাদের তিন ভাই বৃজেন্দ্র, বিপিন এবং মঞ্জেসকে নিয়ে মামাবাড়ি মাদারীপুরে চলে আসেন। সেখানেই বারাণসীর মোহনিয়ায় সরকারি আশ্রম সিস্টেম স্কুলে তাদের এক আত্মীয় বৃজেন্দ্রকে ভর্তি করিয়ে দেয়।

jhcjvjv

স্কুলে ভর্তি হওয়ার পর খুব মন দিয়ে পড়াশুনা করতে থাকে বৃজেন্দ্র। এইভাবে অষ্টম শ্রেণীতে দুর্দান্ত রেজাল্ট করে অঞ্চলের মধ্যে প্রথম স্থান অধিকার করে এবং দ্বিতীয় স্থান অধিকার করে শিবপ্রসাদ। তৎকালীন সময়ে মুখ্যমন্ত্রীর পদে থেকে রাজনাথ সিং বৃজেন্দ্র এবং শিবপ্রসাদকে সারাজীবনের জন্য দত্তক নিয়ে নেন। এই দুজনের সারাজীবনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রাজনাথ সিং।

nvnvnk

ধীরে ধীরে জীবনের সাফাল্যের সিঁড়িতে পা দিয়ে দিয়ে আজকের দিনে বৃজেন্দ্র বিহারের কিশানগঞ্জের মাতা গুজরি মেমোরিয়াল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে বর্তমানে অযোধ্যার গোসাইগঞ্জে সামুদায়িক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক হিসাবে নিযুক্ত আছেন।

ufbfb

প্রায়শই তাদের মধ্যে ফোনালাপ চলতে থাকার পর নিজের বিয়ে ঠিক হওয়ার পর মাকে নিয়ে গত ১৪ ই ফেব্রুয়ারী প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন বৃজেন্দ্র। বিয়ের দিন প্রতিরক্ষামন্ত্রীকে দেখে খুশির জোয়ারে ভেসে ওঠে গোটা পরিবার। বৃজেন্দ্রর মা সুশীলা দেবী রাজনাথ সিংকে ভগবানের আসন দিয়ে বলেন, ‘উনি আমাদের কাছে ভগবানের ন্যায়। ওনার জন্যই বৃজেন্দ্র আজ এতদূর পৌঁছেছে’।


Smita Hari

সম্পর্কিত খবর