সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই বিরাট সিদ্ধান্ত! ডাক্তারদের কাছে বড় আবেদন করল AIIMS

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের প্রভাব এসে পড়েছে রোগী পরিষেবায়। মঙ্গলবার সুপ্রিম কোর্টের তরফ থেকে চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার আর্জি জানানো হয়েছিল। এবার বড় সিদ্ধান্ত নিল দিল্লি এইমস কর্তৃপক্ষ। শীর্ষ আদালতের নির্দেশের পর প্রতিবাদকারী চিকিৎসকদের ফের কাজে যোগ দেওয়ার আবেদন জানালেন তারা।

সুপ্রিম নির্দেশের পর কী সিদ্ধান্ত নিল AIIMS?

মঙ্গলবার AIIMS কর্তৃপক্ষের তরফ থেকে একটি তথ্য প্রকাশ করা হয়েছিল। সেখানে দেখানো হয়, রেসিডেন্ট ডক্টরদের কর্মবিরতির কারণে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা থেকে শুরু করে অস্ত্রোপচার সবকিছু আগের তুলনায় কমে গিয়েছে। আইসিইউ এবং জরুরি পরিষেবা ছাড়া বাকি সব বিভাগের পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে জানানো হয়।

মঙ্গলবার AIIMS কর্তৃপক্ষের তরফ থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, হাসপাতালের রোগী ভর্তি ৫০% হ্রাস পেয়েছে। অস্ত্রোপচার ৮৫% এবং বহির্বিভাগে রোগীর সংখ্যা কমেছে ৬৫%। এছাড়া নানান ধরণের রেডিওলজিক্যাল পরীক্ষানিরীক্ষা ৭৫% এবং ল্যাবরেটরি সার্ভিসেস ২০% হ্রাস পেয়েছে। সব মিলিয়ে, রেসিডেন্ট ডক্টরদের কর্মবিরতির কারণে ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে রোগী পরিষেবা।

আরও পড়ুনঃ ঘুরে গেল ‘খেলা’! সন্দীপের পরিবারের নিরাপত্তা চেয়ে মামলা, হাইকোর্টের নির্দেশে শোরগোল!

এমতাবস্থায় এবার আন্দলকারী চিকিৎসকদের ফের কাজে যোগ দেওয়ার আবেদন জানাল এইমস কর্তৃপক্ষ। গতকাল সুপ্রিম নির্দেশ (Supreme Court) এবং ডাক্তারদের কাজে যোগ দেওয়ার আর্জির প্রেক্ষিতে আজ দুপুর ২টোয় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জরুরি বৈঠকে বসেছে।

Delhi AIIMS doctors protest

জানা যাচ্ছে, সমগ্র ভারতের সকল রাজ্যের আইএমএ পদাধিকারীদের সঙ্গে বৈঠক করে চিকিৎসা পরিষেবা কীভাবে স্বাভাবিক করে তোলা যায় তা নিয়ে আলোচনা করা হবে। এদিকে দিল্লি এইমসের তরফ থেকে প্রতিবাদরত চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আবেদন করার পাশাপাশি ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে দু’টি বিশেষ কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। এবার দেখা যাক, শেষ অবধি আন্দোলনকারী চিকিৎসকরা কী সিদ্ধান্ত নেন।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X