বাংলা হান্ট ডেস্কঃ আগামী ২ ও ৩ অক্টোবর দিল্লিতে তৃণমূলের ধর্নায় কর্মসূচী। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজধানীর বুকে দুদিনের জন্য ধর্নায় বসবে বাংলার শাসক দল। ওদিকে পরিকল্পনা মত সব ঠিকঠাক চললেও হঠাৎ শুক্রবার হঠাৎই বাতিল হয়ে যায় দিল্লি যাওয়ার জন্য তৃণমূলের ভাড়া করা সেই স্পেশাল ট্রেন। এরপর প্রায় ৫০ খানা বাসে চেপে শনিবার দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন দলের নেতা কর্মী ও জব কার্ড হোল্ডাররা। এরই মধ্যে শোনা যাচ্ছে
দুর্ঘটনার কবলে দিল্লিগামী তৃণমূলের (TMC) বাস।
কী ঘটেছে? সূত্রের খবর, রবিবার ভোর ৫টার দিকে ঝাড়খণ্ডের (Jharkhand) কোডার্মা এলাকায় গিয়ে একটি মাটির ঢিপিতে ধাক্কা মারে বাসটি। সেই সময় বাসের গতি ছিল তখন ঘণ্টায় ৬৫ কিমি। জোরে ধাক্কার কারণে বাসের সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
বাসে থাকা যাত্রীরাও হালকা-ফুলকা জখম হয়েছেন। তাদের দেবেন মাহাতো গভর্নমেন্ট ও মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বাকি যাত্রীদের চিকিৎসার জন্য পুরুলিয়া ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। দুর্ঘটনায় খুব বেশি চোট না পেলেও হাতে সময় না থাকায় ওই বাসের যাত্রীদের দিল্লি যাওয়া ক্যানসেল।
জানা গিয়েছে, এদিন ভোরে ঝাড়খণ্ডের কোডার্মার সূর্যকুন্ড এলাকা দিয়ে যাওয়ার সময় তুমুল বৃষ্টির মুখে পড়ে ওই বাসটি। অন্যদিকে রাস্তায় কাজ চলছিল। সেই সময় ওই রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস একটি মাটির ঢিপিতে ধাক্কা মারে। যার জেরে দুমড়ে যায় গাড়ির সামনের অংশ। যদিও বড়সড় কোনও দুর্ঘটনা হয়নি।
সূত্রের খবর, ওই বাসে পুরুলিয়ার পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি, পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি, পুঞ্চা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ মানবাজার এক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ও বান্দোয়ান ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি উপস্থিত ছিলেন। এছাড়াও দলের ৩৪ জন কর্মীয় ওই বাসে ছিলেন। সকলেই অল্পবিস্তর আঘাত পেয়েছেন।