দুরন্ত পীযুষ চাওলা! অক্ষরের আগ্রাসী ও ওয়ার্নারের ধীরগতির অর্ধশতরানে ভর করে ভদ্রস্থ স্কোর তুললো দিল্লি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আইপিএলে মুখোমুখি হয়েছে চলতি মরশুমে একটিও ম্যাচ না জেতা দুই দল, দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এর আগে দিল্লি তিনটি ম্যাচ খেলে রাজস্থান, গুজরাট এবং লখনৌ, তিন প্রতিপক্ষের কাছেই হারের মুখ দেখেছে। অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের প্রথম দুই ম্যাচে ব্যাঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংসের কাছে বাজেভাবে হেরেছে। দুই দলই তাই আজ জয়ের জন্য মরিয়া।

আজ মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। দিল্লির ইনিংস শুরু হওয়া মাত্র লোকে বুঝা যায় যে আজও তাদের ব্যাটিংয়ের চিত্রটা একই রকম হতে চলেছে। এক প্রান্ত সামলে রেখে ধীরগতিতে রান তুলতে থাকেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। অপর দিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দিল্লি। মনীশ পান্ডে (২৬) এবং পৃথ্বী শ (১৫) ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।

piyush rohit mi

অত্যন্ত ধীর গতিতে ব্যাটিং করে ৪৩ বলে নিচের অর্ধশতরান সম্পূর্ণ করেন ওয়ার্নার। আইপিএলে মরশুমে সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার, অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিনি ভালোভাবেই রয়েছেন। কিন্তু তার এই ইনিংসগুলি দলের কতটা কাজে লাগছে সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কিন্তু আজ দিল্লির হয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যান অক্ষর প্যাটেল।

রানের গতি যেখানে থমকে গিয়েছিল সেখানে মাত্র ২২ বলে নিচের অর্ধশতরান সম্পূর্ণ করেন তিনি। কিন্তু দলকে বিশাল বড় রানের স্কোর অবধি নিয়ে যেতে পারেননি তিনি বা ওয়ার্নারের কেউই। বেহেরনডর্ফের করা ১৯ তম ওভারে ৪ উইকেট হারায় দিল্লি। ওয়ার্নার ৫১ এবং অক্ষর ৫৪ রান করে আউট হন।

আজ মুম্বাইয়ের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন পীযুষ চাওলা। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩ টি উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ৩ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বেহেরনডর্ফও। শেষপর্যন্ত দিল্লি পুরো ২০ ওভার ব্যাটিং করতে ব্যর্থ হয়। ১৯.৪ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর