বাংলা হান্ট ডেস্কঃ এই মরশুমের শুরুতেই বিরাট ধাক্কা পেয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএল থেকে ছিটকে গিয়েছেন দিল্লি ক্যাপিটালস এর অধিনায়ক শ্রেয়স আইআর। ফের দিল্লি ক্যাপিটালস এর জন্য খারাপ খবর, এবার আইপিএল থেকে ছিটকে যেতে চলেছেন দিল্লির অন্যতম তারকা জোরে বোলার অনরিখ নটজে।
পাকিস্তান বনাম সাউথ আফ্রিকার ওয়ানডে সিরিজের মাঝপথে দক্ষিণ আফ্রিকা বোর্ড তাদের দেশের ক্রিকেটারদের আইপিএল খেলার জন্য ছেড়ে দিয়েছিলেন। তাই আইপিএল খেলার দুদিন আগে মুম্বাই পৌঁছেই বাধ্যতামূলক কোয়ারেন্টিনে ছিলেন তিনি। কোয়ারেন্টিন পর্ব শেষে করোনা পরীক্ষা করলে দেখা যায় অনরিখ নটজে করোনা আক্রান্ত হয়ে পড়েছেন।
IPL 2021: DC pacer Nortje tests positive for Covid-19
Read @ANI Story | https://t.co/TLKSBJ9Omj pic.twitter.com/RP3mmbvQk1
— ANI Digital (@ani_digital) April 14, 2021
এএনআই ডিজিটাল এর তরফ থেকে এই খবরটি জানানো হয়েছে। উল্লেখ্য কোয়ারেন্টিন পর্ব শেষ না হওয়ায় আইপিএলের প্রথম ম্যাচে খেলতে পারেননি নটজে। তবে দ্বিতীয় ম্যাচ থেকেই তার খেলার সম্ভাবনা ছিল। তবে এই মুহূর্তে করোনা আক্রান্ত হয়ে পড়ায় তিনি এখন খেলতে পারবেন না। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী যদি কোন ক্রিকেটার বা ক্রিকেটের সাথে যুক্ত ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে পড়েন তাহলে তাকে বিসিসিআইয়ের তৈরি করে দেওয়া জৈব সুরক্ষা বলয়ে দশ দিন থাকতে হবে। তারপর করোনা রিপোর্ট নেগেটিভ এলে তবেই তিনি বের হতে পারবেন।