হেরে হেরে দেওয়ালে ঠেকল পিঠ, এবার বড় চাল সৌরভের! দিল্লিতে নয়া চমক

বাংলা হান্ট ডেস্ক : চলতি মরশুমে শুরুর থেকেই দূর্দান্ত ফর্মে রয়েছেন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। উল্টো দিকে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) আর মুম্বাই ইন্ডিয়ানসের মত দলগুলির অবস্থা তথৈবচ। এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে মাত্র একটিতে জয় হাসিল করেছে সৌরভের (Sourav Ganguly) দল। আর তাতেই বাধ্য হয়ত নতুন পদক্ষেপ নিল দিল্লি ক্যাপিটালস।

আসলে মরশুমের শুরুর থেকেই কেমন যেন ঝিমিয়ে রয়েছে ডিসি-র বিদেশীরা। এখনও পর্যন্ত সেভাবে নজর কাড়তে পারেনি কেউই। যে কারণে ফের একবার দল নির্বাচনে মন দিল সৌরভ গাঙ্গুলির দল। মরশুমের মাঝেই নতুন বিদেশিকে দলে নিল দিল্লি ক্যাপিটালসের ম্যানেজমেন্ট। কে এল দিল্লিতে?

এর আগে নিলামের সময় ইংল্যান্ডের হ্যারি ব্রুককে দলে নিয়েছিল দিল্লি। তবে IPL শুরু হওয়ার আগেই প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নেন ব্রুক। শুরুতেই জানিয়ে দেন, ব্যক্তিগত কারণে তিনি দলে থাকতে পারছেননা। যদিও সেই সময় আর অন্য কোনও প্লেয়ারকে দলে নেয়নি দিল্লি। তবে এবার পরিস্থিতি বেগতিক দেখে দক্ষিণ আফ্রিকার লিজাড উইলিয়ামসকে দলে নিল দিল্লি।

আরও পড়ুন : ভারতের চাল-ডাল খেয়ে ভারত বিরোধীতা! তিরঙ্গার অপমান মলদ্বীপ মন্ত্রীর, চাপে পড়ে চাইলেন ক্ষমাও

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সাল থেকে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হয়ে খেলছেন লিজাড উইলিয়ামস। মোট ন’টি ম্যাচে ১৫টি উইকেট নিয়েছেন তিনি। এখনও পর্যন্ত তিনি দু’টি টেস্ট, চারটি ওয়ান ডে ও ১১টি টি-টোয়েন্টি খেলেছেন উইলিয়ামস। সবে মিলিয়ে মোট ২৫টি উইকেট নিয়েছেন ডান হাতি পেসার।

আরও পড়ুন : কোহলিকে কটাক্ষ পাকিস্তান থেকে, জবাবে যা বললেন মহম্মদ কাইফ! মুখ বন্ধ পড়শি দেশের

তবে তারপর থেকেই প্রশ্ন উঠেছে, একজন ব্যাটারের পরিবর্তে বোলার কেন এল দিল্লিতে? দলের ব্যাটিং লাইনকে উন্নত করতে কী পদক্ষেপ নিচ্ছে দিল্লি? সূত্রের খবর, দিল্লির বোলিং অর্ডার ঠিক করতেই এই রাস্তা বের করেছে ম্যানেজমেন্ট। মূলত দলের বিদেশি বোলারদের ব্যর্থতা ঢাকতেই উইলিয়ামসকে দলে নিয়েছে দিল্লি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর