কোহলিকে কটাক্ষ পাকিস্তান থেকে, জবাবে যা বললেন মহম্মদ কাইফ! মুখ বন্ধ পড়শি দেশের

বাংলা হান্ট ডেস্ক : রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) সাথে ম্যাচ হারার পর থেকেই চর্চায় রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তার কারণেই নাকি এইদিন ভরাডুবি হয়েছে বেঙ্গালুরুর। দেশ তো বটেই পাশাপাশি সমালোচনা উড়ে আসছে প্রতিবেশী দেশ থেকেও‌। ভারতীয় জাতীয় দলের প্রাক্তন অধিনায়কের সমালোচনায় মুখর হয়েছেন পাকিস্তানি বোলার মহম্মদ জুনেইদ। পাল্টা জবাব দিয়েছেন ভারতীয় তারকা মহম্মদ কাইফও।

গত শনিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মরশুমের‌ প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি। IPL কেরিয়ারের ৮ম সেঞ্চুরির জন্য মোট ৬৭টি বল খরচ করেছেন তিনি। যা ছিল আইপিএল-র ইতিহাসে সবচেয়ে মন্থরতম শতরান। এইদিন ৭২ বলে অপরাজিত ১১৩ রানের ইনিংস খেলেন কোহলি। টি২০ এর নিরিখে ১৫৬.৯৪ স্ট্রাইক রেট খুব একটা খারাপ না হলেও বেঙ্গালুরুর হারে জন্য তাকেই দুষছে ক্রিকেট বিশ্ব।

এমনকি কটাক্ষ শানিয়েছে প্রতিপক্ষ রাজস্থানও। এইদিন বিরাটের কারণেই নাকি বেঙ্গালুরু ১৮৩ তে আটকে রয়ে গেছিল বলে দাবি দলটির। এই মর্মে রাজস্থান রয়্যালসের একটি পোস্টও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, ‘থাম্বস আপ’ দেখাচ্ছেন যুজবেন্দ্র চহাল। ক্যাপশনের জায়গায় লেখা, ‘‘যে দিন ২০০-র বেশি রান হওয়া সম্ভব, সে দিন ১৮৪ রানের লক্ষ্য বেশ ভাল।’’

আরও পড়ুন : CSK-তে ফিরছেন KKR-র যম! পাল্টা দিতে প্রস্তুত কলকাতা, দুই দলের একাদশে বড় চমক

 

অর্থাৎ সোজাসুজি না হলেও ঘুরিয়ে বিরাটকেই কাঠগড়ায় তুলল RR। এছাড়াও কোহলি মন্থরতম শতরানের লজ্জার নজির গড়ায় কটাক্ষ এসেছে সীমান্তের ওপার থেকেও। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ জুনায়েদ খান নিজের এক্স হ্যান্ডেলে বিরাটকে কটাক্ষ শানিয়ে লিখেছেন, ‘আইপিএল ইতিহাসের ধীরতম সেঞ্চুরির জন্য বিরাট কোহলিকে অভিনন্দন।’ সত্যিই কি কোহলির জন্যই ম্যাচ হারল বেঙ্গালুরু। সমালোচনা তুঙ্গে উঠতেই মাঠে নামলেন ধারাভাষ্য প্যানেলের সদস্য মোহাম্মদ কাইফ।

আরও পড়ুন : বেঙ্গালুরুকে হারিয়ে টপ সিক্সে ইস্টবেঙ্গল! কেবল এই অঙ্কেই প্লে অফে যেতে পারবে লাল হলুদ

wp9870998

এইদিন গোটা দেশ জখন কোহলির সমালোচনায় মুখর তখন কাইফ লিখছেন, ‘বিরাটের জন্য আমার খারাপ লাগছে। তিনি আরসিবির একা যোদ্ধা। তিনি এমন একজন খেলোয়াড় যিনি কখনোই অর্জন নিয়ে সন্তুষ্ট হন না।‌ তার মন ও শরীর কখনোই তৃপ্ত হয় না। বিরাট কোহলি এক বিস্ময়। তার সীমা এবং ভবিষ্যৎ রেকর্ডের পূর্বাভাস দিতে পারে এমন কেউ নেই।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর