CSK-তে ফিরছেন KKR-র যম! পাল্টা দিতে প্রস্তুত কলকাতা, দুই দলের একাদশে বড় চমক

বাংলা হান্ট ডেস্ক : এমনিতেই IPL নিয়ে উত্তেজনায় টগবগ করছে ক্রিকেটপ্রেমীরা। তারমধ্যে এই সপ্তাহটা আবার আরও স্পেশাল। কারণ আজ থেকেই শুরু হচ্ছে রাইভেলরি উইক। গোটা সপ্তাহ জুড়ে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বলে পরিচিত কিছু দলের মুখোমুখি লড়াই। যেমন আজকেই মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। সোমবার চিপকে স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

আসলে ক্রিকেটপ্রেমীরা যে দ্বৈরথগুলি দেখার অপেক্ষায় মুখিয়ে থাকেন তাদের মধ্যে অন্যতম হল KKR বনাম CSK। একদিকে গম্ভীরের ক্ষুরধার বুদ্ধি অন্যদিকে যোনীর ঠাণ্ডা মাথায় সাজানো গেম প্ল্যান। সমানে সমানে টক্কর বোধহয় একেই বলে। আইপিএলের ইতিহাসে এই দুই দলই শক্তিশালী বলে পরিচিত। যদিও চলতি মরশুমে ইতিমধ্যেই দুটি হার সহ্য করতে হয়েছে ঋতুরাজের চেন্নাইকে। যেখানে শ্রেয়াসের নাইট ব্রিগেড পরপর তিন ম্যাচে জিতে অপ্রতিরোধ্য।

এমন একটা পরিস্থিতিতে ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া ৫ বারের আইপিএল জয়ী দল CSK। অন্যদিকে কেকেআরের লক্ষ্য চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেস্থান দখল করা। একই সাথে চেন্নাইয়ের বিরুদ্ধে আরও একটা পয়েন্ট বাড়ানো। কারণ IPL-র ইতিহাস ঘাঁটলে দেখা যাবে চেন্নাই বনাম কলকাতা ম্যাচে চেন্নাইয়ের স্কোরই বেশি। মোট ২৯ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে ১৮ বার জিতেছে CSK এবং ১০ টি ম্যাচ জিতেছে KKR। এবং একটি ম্যাচ অমীমাংসিত। তাই স্বাভাবিকভাবেই এই ম্যাচ কলকাতার জন্যেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এমন আবহে চলুন দেখে নিই এই দুই দলের হাল হকিকত।

আরও পড়ুন : বেঙ্গালুরুকে হারিয়ে টপ সিক্সে ইস্টবেঙ্গল! কেবল এই অঙ্কেই প্লে অফে যেতে পারবে লাল হলুদ

গত দুই ম্যাচেই বেশ খানিকটা দূর্বল ছিল চেন্নাইয়ের ওপেনিং জুটি। গত দুই ম্যাচে রচিন রবীন্দ্র ১২ রান করেছেন যেখানে ঋতুরাজ গায়কওয়াড় করেছেন মাত্র ২৭ রান। এমন আবহে সিএসকে-র প্রথম লক্ষ্য হল তাদের ওপেনিং ব্যাটারদের তৈরি করা।

অন্যদিকে আমরা যদি কলকাতা নাইট রাইডার্সের কথা বলি, তারা ইতিমধ্যেই জয়ের হ্যাটট্রিক করে ইতিহাস তৈরি করেছে। ওপেনার হিসেবে সুনীল নারিন রীতিমত বিধ্বংসী ব্যাট করছেন। তাকে যোগ্য সঙ্গ দেওয়ার জন্য তৈরি আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিং-ও। এখন এই দুই ব্যাটারকে আটকানো হবে CSK-র অন্যতম বড় চ্যালেঞ্জ। অন্যদিকে ফর্মে ফিরে গেছেন মিচেল স্টার্কও। এমন পরিস্থিতিতে স্টার্ককে বোল্ড আউট করা ঋতুরাজের জন্য মোটেও সহজ হবেনা।

আরও পড়ুন : ফের আক্রান্ত জঙ্গি নেতা! মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাফিজ সইদ? তোলপাড় পাকিস্তানে

এদিকে লোয়ার অর্ডারে ছক্কা ও চার মেরে ইতিমধ্যেই বেশ শোরগোল ফেলেছেন আন্দ্রে রাসেল। এমন পরিস্থিতিতে, CSK তার বিরুদ্ধে শেষ ওভারে বল করার জন্য মুস্তাফিজুর রহমানকে মাঠে নামাতে পারে। চলতি সিজনের শুরুর থেকেই ভালো ফর্মে রয়েছে এই বোলার।‌ তবে এই আবহাওয়ায় চিপকের মাঠে স্পিনাররা বেশি সুবিধা পাবে বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা।

oplus 131072

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), রচিন রবীন্দ্র, অজিঙ্কা রাহানে, শিবম দুবে, সমীর রিজভি, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট, সুনীল নারিন, আংক্রিশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর