শেফালী ভার্মার অসাধারণ অর্ধশতরান! WPL-এ ১০ উইকেটে গুজরাটকে উড়িয়ে দিলো দিল্লি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দুরন্ত জয় পেলো দিল্লি ক্যাপিটালস। শনিবার মহিলা আইপিএলের চতুর্থ ম্যাচে অলরাউন্ডার মারিজান ক্যাপের অসাধারণ বোলিং এবং ভারতের তারকা ওপেনার শেফালী ভার্মার আগুনে ব্যাটিংয়ে গুজরাট জায়ান্টসকে ১০ উইকেটে পরাজিত করেছে। মুম্বাইয়ের দি ওয়াই পাটিল স্টেডিয়ামে ৭৭ বল বাকি থাকতেই ম্যাচটি জিতে নেয় মেগ ল্যানিংয়ের দল। টুর্নামেন্টের এটি তাদের তৃতীয় জয়। আরসিবি বাদে বাকি সব দলের বিরুদ্ধেই হারের মুখ দেখেছে তারা।

আজ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাট অধিনায়ক স্নেহ রানা। কিন্তু তাদের ব্যাটিং একেবারেই ভালো হয়নি। গুজরাট দল ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৫ রান তোলে। জবাবে দিল্লি ৭.১ ওভারে কোনও উইকেট না হারিয়েই প্রয়োজনীয় রান তুলে ফেলে। শেফালী ভার্মা ২৮ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন।

মুম্বাইয়ে শেফালী আজ মহিলা আইপিএলের দ্বিতীয় দ্রুততম অর্ধশতরানটি করেছেন মাত্র ১৯ বলে। দর্শকরা তার ব্যাটিং দেখে আনন্দে উচ্ছসিত হয়ে ওঠে। শেফালী তার ইনিংসে ১০ টি চার ও ৫ টি ছক্কা মেরেছেন। তার স্ট্রাইক রেট ছিল ২৭১.৪৩। তার সঙ্গে ইনিংস শুরু করতে আসা অধিনায়ক মেগ ল্যানিং ১৫ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। তিনটি চার মারেন তিনি নিজের ইনিংসে।

এই জয়ের পর পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থান ধরে রাখলো দিল্লি। মুম্বাইয়ের বিরুদ্ধে তাদের অসহায় আত্মসমর্পণ করতে হয়েছিল। সেই হারের ধাক্কা কাটিয়ে উঠেছে দিল্লি ক্যাপিটালস।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর