সৌরভের দিল্লির দাপুটে বোলিং! রয়-রাসেলের ব্যাটের দাপটে কিছুটা লজ্জা এড়ালো KKR

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি মরশুমের আইপিএলে (IPL 2023) একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারছিল না কেকেআর (KKR)। যে দুটি ম্যাচে তারা জয় পেয়েছিল, তেমন অবিশ্বাস্য বা ব্যক্তিগত দক্ষতা দাপটে জয় যে রোজ রোজ পাওয়া যাবেনা সেই ব্যাপারে কলকাতা নাইট রাইডার্স ভক্তরাও নিশ্চিত। তাই আজ জয়ে ফেরার জন্য প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন করেছিল নাইট টিম ম্যানেজমেন্ট। কিন্তু প্রথম ইনিংসে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে তাদের ব্যাটিংয়ের সময় অন্তত সেই পরিবর্তনগুলোর কোনও প্রভাব চোখে পড়ল না।

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ কেকেআর একাদশে সুযোগ পেয়েছিলেন লিটন দাস এবং জেসন রয়। বাদ পড়েছিলেন আফগান উইকেট রক্ষক গুরবাজ এবং নিউজিল্যান্ডের পেসার ফার্গুসন। টস হারার পর কেকেআরের হয়ে ওপেন করতে নেমেছিলেন রয়-দাস জুটি। ঈশান্ত শর্মার প্রথম ওভারে একটি দৃষ্টিনন্দন কভার ড্রাইভে চার মেরে শুরু করেছিলেন লিটন। কিন্তু তার পরের ওফারি বাংলা রঞ্জি দলের বলার মুকেশ কুমারের শর্ট বল পুল করতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফেরেন তিনি মাত্র ৪ রান করে।

এরপর শুরু হয় পালা করে নাইট ব্যাটারদের ডাগ আউট থেকে ক্রিজ এবং ক্রিজ থেকে ডাগ আউটে ফেরার পদযাত্রা। ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, সুনীল নারায়ণ প্রত্যেকেই আজ ব্যর্থ। এদের মধ্যে কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। সেট হয়েও রিভার্স সুইপ মারতে গিয়ে নিজের উইকেট খুঁইয়ে আসেন মন্দীপ সিং (১২)। অবস্থা খুব খারাপ দেখে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো অনুকূল রয় খাতা না খুলেই ড্রেসিংরুমে ফেরেন।

এক দিক সামলে রেখে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা শুরু থেকে করে যাচ্ছিলেন জেসন রয়। কিন্তু ৪৩ রান করার পর কুলদীপ যাদবের শিকার হন ইংল্যান্ডের তারকা ওপেনার। এরপর নাইট রাইডারকে ভদ্রস্থ স্কোর অবধি পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আন্দ্রে রাসেলের ওপর। সেই লক্ষ্যে নিজের শিকার হিসেবে তিনি বেছে নেন বাংলা রঞ্জি দলের বোলার মুকেশ কুমারকে। শেষ ওভারে তার বলে পরপর তিনটি ছক্কা মারেন রাসেল। নিজে ৩৭ রানে অপরাজিত থেকে দলকে পৌঁছে দেন ১২৭ রানের স্কোর অবধি।

আজ দীর্ঘদিন পর আইপিএলের মঞ্চে মাঠে ফিরে দুর্দান্ত বোলিং করেছেন অভিজ্ঞ ফাস্ট বোলার এই ইশান্ত শর্মা। নিজের ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন ভারতের তারকা পেসার। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, অনরিখ নোকিয়াও। তাদের দাপুটে বোলিংয়ের সামনে কোন সুযোগই পায়নি কেকেআরের ব্যাটাররা।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর