মহিলা ভোটাররাই গেমচেঞ্জার! দিল্লি ভোটে কীভাবে বদলে গেল ফলাফলের সমীকরণ?

বাংলাহান্ট ডেস্ক : দিল্লির বিধানসভা নির্বাচনে (Delhi Election) পুরুষ ভোটারদের ছাপিয়ে গেলেন মহিলা ভোটাররা। এবারের দিল্লি বিধানসভা নির্বাচনে যেখানে পুরুষ ভোট দাতাদের ভোটদানের হার ছিল ৬০.২১%, সেখানে মহিলা ভোটারদের ভোটদানের হার ৬০.৯২%। তথ্য বলছে, দিল্লির ৭০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪১ টি কেন্দ্রে পুরুষদের তুলনায় বৃদ্ধি পেয়েছে মহিলা ভোটারের সংখ্যা।

মহিলা ভোটাররাই দিল্লির নির্বাচনের (Delhi Election) গেমচেঞ্জার

নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে সেখানে দেখা গেছে, দিল্লির (Delhi) মোট বিধানসভা কেন্দ্রের অর্ধেকেরও বেশি কেন্দ্রে পুরুষদের তুলনায় অনেকটাই বেশি ভোট দান করেছেন মহিলারা (Female Voter)। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ওখলা (৫.৭৩ শতাংশ পয়েন্ট বেশি), বুরারিতে (১.৭৮ শতাংশ পয়েন্ট বেশি) প্রচুর মহিলা ভোটার ভোট দিয়েছেন।

আরোও পড়ুন : সব চিন্তা শেষ! এবার বাড়ি তৈরি নিয়ে নয়া সিদ্ধান্তের পথে কলকাতা পুরসভা, ‘সুখবর’ দিলেন মেয়র

আদর্শ নগর (১.৬৯ শতাংশ পয়েন্ট বেশি) ও তিমারপুরে (০.৬৪ শতাংশ পয়েন্ট বেশি) মহিলা ভোটাররা রীতিমতো নেতৃত্ব প্রদান করেছেন। অতীতে বিহার, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতেও এই ধরনের ট্রেন্ড ছিল লক্ষণীয়। অন্যদিকে, ২০২০ সালের বিধানসভা নির্বাচনের নিরিখে এবারের নির্বাচনে মহিলা ভোটারদের উপস্থিতি পরিবর্তিত হয়েছে দিল্লির বেশকিছু নির্বাচনী (Delhi Election) এলাকায়।

আরোও পড়ুন : দিল্লিতে বিপর্যস্ত আপ! “শূন্য”-তে থেকেও প্রতিশোধ নিল কংগ্রেস

বেশকিছু কেন্দ্রে মহিলা ভোটারের সংখ্যা বৃদ্ধি পেলেও, বেশকিছু কেন্দ্রে হ্রাস পেয়েছে মহিলা ভোটারের সংখ্যা। পরিসংখ্যান অনুযায়ী, ০.৪০% মহিলা ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বদলিতে। অন্যদিকে, ২-৪ % পয়েন্ট পর্যন্ত মহিলা ভোটারের সংখ্যা কমেছে নরেলা, তিমারপুর এবং আদর্শ নগরের মতো আসনগুলিতে। 

Delhi Election game changer

বর্তমানে দিল্লির মোট ভোটারের ৪১ শতাংশ মহিলা ভোটার, সংখ্যার হিসেবে যা প্রায় ৭১ লক্ষের কাছাকাছি। বিভিন্ন নির্বাচনে মহিলা ভোটারদের ক্রমবর্ধমান অংশগ্রহণ রাজনৈতিক দলগুলির কাছে নিঃসন্দেহে বড় বার্তা বহন করছে। দিল্লির নির্বাচনে মহিলা ভোটারদের উপস্থিতি আগামী দিনে জাতীয় রাজনীতিতে নিঃসন্দেহে বড় ইঙ্গিত দিতে পারে বলে মনে করছে ওয়াকিবহল মহল।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর