দিল্লিতে প্রথমবার হতে চলেছে ক্লাউড সিডিং, জানুন কীভাবে হয় এই কৃত্রিম বৃষ্টি

Published on:

Published on:

Delhi first time cloud seeding how will it rain

বাংলা হান্ট ডেস্ক: আবার দূষণের জন্য নাম উঠলো কেন্দ্রে দিল্লির (Delhi)। দীপাবলি শেষে বাতাসে দূষণের মাত্রা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে রাজধানীতে। আর এই দূষণ নিয়ন্ত্রণ করতেই এবার গাড়ির জোড় বিজোড় নীতি, জল স্প্রে মতন নানান কাজ করা হতো। করানো হতো কৃত্রিমভাবে বৃষ্টিও। তবে এবার আরো একবার দিল্লিতে নামতে চলেছে কৃত্রিম বৃষ্টি। যদিও এর আগে একাধিকবার এই উদ্যোগ নেওয়া হলেও। এবার প্রথম কৃত্রিম বৃষ্টি করানো হবে দিল্লিতে।

প্রথমবার ক্লাউড সিডিং দিল্লিতে! কীভাবে হবে বৃষ্টি? (Delhi)

সূত্রের খবর, রাজধানীতে (Delhi) বায়ু দূষণের পরিমাণ বেড়ে যাওয়ায় দিল্লি ও এনসিআর অঞ্চলে ক্লাউড সিডিং প্রযুক্তি ব্যবহার করে মেঘ তৈরি করে বৃষ্টি নামানোর প্রস্তুতি চলছে। এছাড়াও আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহেই এই কৃত্রিম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবারে দিল্লিতে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে কৃত্রিম বৃষ্টি করানো হতে পারে। যদি আবহাওয়া অনুকূল থাকে তাহলেই।

Delhi first time cloud seeding how will it rain

আরও পড়ুন: যাত্রা পিছিয়েছে? চিন্তা নেই! IRCTC-র নতুন নিয়মে তারিখ বদলেই হবে সমাধান

আর এই আইআইটি কানপুর থেকে দিল্লিতে ট্রায়াল ক্লাউড সিডিং পাঠানো হবে। এরপর এই বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, ২৮, ২৯ ও ৩০ অক্টোবর দিল্লির আকাশে মেঘ থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। যদি সব পরিস্থিতি অনুকূল থাকে, তাহলে ২৯ অক্টোবর ক্লাউড সিডিংয়ের মাধ্যমে কৃত্রিম বৃষ্টি করানো হতে পারে। বুরারি এলাকায় ইতিমধ্যেই পরীক্ষা করা হয়েছে।

প্রসঙ্গত, এই প্রক্রিয়ায় প্রধানত সিলভার আয়োডাইড ব্যবহার হয়। এটির রুপো ও আয়োডিনের যৌগ যা কৃষি কীটনাশক, ফটোগ্রাফি, এমনকি অ্যান্টিসেপটিক হিসেবেও ব্যবহৃত হয়। তবে এতে জলে খুব কম দ্রবণীয় এবং স্বাভাবিক অবস্থায় মানব দেয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিহীন।

তবে এইটি নিয়ে বহু বিতর্কই উঠেছে। অনেকের মনে আশঙ্কা, কৃত্রিম বৃষ্টির জলে রাসায়নিক মিশে ত্বক বা শ্বাসযন্ত্রের ক্ষতি করতে পারে কি না। এবিষয়ে আইআইটি কানপুরের পরিচালক ও ক্লাউড সিডিং বিশেষজ্ঞ মহেন্দ্র আগরওয়াল বলেন, ‘কৃত্রিম বৃষ্টির সময় মানুষের ঘর থেকে বেরোনোর কোনও সমস্যা হয় না।

কীভাবে এই বৃষ্টি বানানো হবে?

পরিবেশ মন্ত্রী জানিয়েছেন, ৩.২১ কোটি টাকার উদ্যোগে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই বৃষ্টি বানানো হবে। এর জন্য একটি বিশেষ বিমান উড়বে উত্তর পশ্চিম দিল্লি ও দিল্লির পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে। সেখানে জলীয় বাষ্পপূর্ণ মেঘের ওপরে সিলভার আয়োডিনের ন্যানোপার্টিকেল, আয়োডাইজ়ড নুন ও রক সল্টের মিশ্রণ ছড়িয়ে দেওয়া হবে। এর জেরে মেঘে জলীয় বাষ্প সম্পৃক্ত হবে এবং বৃষ্টির সৃষ্টি করবে (Delhi)।