পারিবারিক সম্পত্তি বিতর্কে স্পষ্ট বার্তা নাতি-নাতনিরা দাবিদার নন: দিল্লি হাইকোর্ট

Published on:

Published on:

Delhi High Court grandchildren have no share in grandparents property

বাংলা হান্ট ডেস্ক: দিল্লির হাইকোর্ট দিল বড় রায়। বাবা মায়ের জীবনাদশায় দাদু ঠাকুমার সম্পত্তির ভাগ চাইতে পারবেন না হিন্দু নাতি-নাতনিরা। সম্প্রতি একটি মামলায় এমনই রায় দিল দিল্লির হাইকোর্টের (Delhi High Court) বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের সিঙ্গেল বেঞ্চ।

দাদু-ঠাকুমার সম্পত্তিতে ভাগ নেই নাতি-নাতনিদের বড় রায় হাইকোর্টের (Delhi High Court)

সম্প্রতি একটি মামলায় নজির রায় দিল দিল্লির হাইকোর্ট। সেই রায় বলা হয়েছে বাবা-মায়ের জীবদ্দশায় ঠাকুরমা দাদুর সম্পত্তির ভাগ চাইতে পারবেন না হিন্দু নাতি-নাতনিরা। আদালতের পর্যবেক্ষণ, এটা জেনে রাখা প্রয়োজন যে নাতি নাতনিরা তাদের দাদুর ঠাকুমার নিরিখে ও ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী প্রথম শ্রেণীর অধিকারী নন (Delhi High Court)। অর্থাৎ তারা সরাসরি ভাবে এই সম্পত্তির ভাগ পাবেন না। এর পাশাপাশি তারা তাদের সন্তান নন।

Delhi High Court grandchildren have no share in grandparents property

আরও পড়ুন: পুজোর আগে ওজন কমাতে ভাতের বদলে খান কিনোয়া, বিশেষজ্ঞরা জানালেন স্বাস্থ্যগুণ

মামালার কারণ:

সম্প্রতি এক হিন্দু মহিলা তার বাবা ও মাসির থেকে দাদুর সম্পত্তির ভাগছে দিল্লির হাইকোর্টের দ্বারস্থ হন। মামলা গাড়ির যুক্তি, তিনি এই সম্পত্তি তার বাবার উত্তরাধিকার  সূত্রে পেয়েছেন।

তাই এই সম্পত্তিতে তার সমানভাবে অধিকার রয়েছে। কিন্তু ওই মহিলার বাবা ও মাসির যুক্তি উত্তরাধিকার  সূত্রে তাদের বাবার মৃত্যুর পর ওই গোটা সম্পত্তি দুভাগে তারা পেয়েছেন। এই সম্পত্তিতে কোনভাবেই তার মেয়ের কোন অধিকার থাকতে পারে না।

দুপক্ষের যুক্তি শোনার পর আদালত এই রায় উপনীত হয়, একজন ব্যক্তি তার বাবা কিংবা মায়ের মৃত্যুর পর তাদের উইলবিহীন সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন। আর পরবর্তীকালে সেই সম্পত্তিতে ওই ব্যক্তির সন্তানদের যৌথ পারিবারিক সম্পত্তি হিসেবে অধিকার থাকে। তবে বাবা মায়ের জীবদ্দশায় তাদের অর্জিত পৈত্রিক সম্পত্তিতে ছেলে মেয়ের কোনভাবেই অধিকার দাবি করতে পারেন না (Delhi High Court)।