সারা দেশ জুড়েই ইতিমধ্যে চলছে লাভ জিহাদ ( love jihad) নিয়ে বিতর্ক, তার মাঝেই গুরুত্বপূর্ণ এক রায় দিল দিল্লি হাইকোর্ট (delhi high court)। এক মামলার রায় দানের সময় বিচারপতি বিপিন সাংঘি ও রজনীশ ভাটনগর বলেন, যে কোনো প্রাপ্ত বয়স্ক মহিলা যেকোনো জায়গায়, যার সাথে খুশি থাকতে পারেন।
দিল্লিতে বাবলু নামের এক যুবককে ভালোবেসে বিয়ে করেছিলেন সুলেখা নামের এক যুবতী। কিন্তু সুলেখার পরিবার থেকে দাবি করা হয় সুলেখা নাবালিকা, বাবলু তাকে অপহরণ করেছে। ভিডিও কনফারেন্সে মেয়েটির সাথে কথা বলে বিচারপতিরা জানতে পারেন মেয়েটির বয়স কুড়ি। তারা নির্দেশ দেন পুলিশ যেন নিরাপত্তা দিয়ে মেয়েটিকে তার স্বামীর কাছে রেখে আসে। একই সময় বিচারপতিরা এই মন্তব্যটিও করেন।
কিছুদিন আগেই, উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের ক্যাবিনেট বৈঠকে লাভ জিহাদের বিরুদ্ধে আইন নিয়ে ‘বেআইনি ধর্মপরিবর্তন বিল” পাশ হয়ে গেল। স্টেট ল কমিশন আগেই লাভ জিহাদের বিরুদ্ধে আইনের সুপারিশ করেছিল। স্বরাষ্ট্র বিভাগ আর ন্যায় বিভাগ এই আইন নিয়ে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিয়েছে। এবার এই বিল বিধানসভায় পেশ হবে।
এই আইনে উত্তর প্রদেশে লাভ জিহাদ মানে অবৈধ ভাবে ধর্ম পরিবর্তন করি অথবা জালিয়াতি করে নাম লুকিয়ে বিয়ে করলে কড়া সাজা দেওয়া হবে। বিয়ের আগে ধর্ম পরিবর্তনের জন্য ২ মাস আগে নোটিশ দিতে হবে। স্থানীয় জেলাধিকারি এই মামলায় অনুমতি দেবেন। নাম লুকিয়ে বিয়ে করলে ১০ বছরের সাজা ভোগ করতে হবে। একই রকম আইন আনার কথা ভাবছে মধ্যপ্রদেশঈ
যদিও কিছুদিন আগেই উত্তর প্রদেশেরই এলাহাবাদ হাইকোর্ট এক রায়ে জানিয়েছে, যে কোনো ধর্মের যে কোনো ব্যক্তির নিজের খুশি মতো জীবনযাপন করতে পারেন। ব্যক্তি স্বাধীনতা দেশের আইন স্বীকৃত।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা