বাংলা হান্ট ডেস্কঃ উদয়ন বিশ্বাস– গত তিনদিন ধরে বাংলার বিধানসভায় কিভাবে বিজেপি (BJP) তাঁদের রণকৌশল ঠিক করবে সেই নিয়ে পর্যালোচনা হচ্ছে। কিন্তু হঠাৎই গতকাল দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন বিজেপি (BJP) নেতা মুকুল রায় (Mukul Roy)। হঠাৎ কেন তিনি কলকাতায় ফিরেছেন? এই নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন তিনি ডাক্তার দেখাতে দিল্লি থেকে কলকাতায় এসেছেন। কলকাতায় তার চোখের পরীক্ষা হবে। তাই তিনি বৈঠক যোগদান না করে তিনি কলকাতায় ফিরেছেন।
এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে তিনি হঠাৎ কেন কলকাতায় ফিরলেন? তিনি তো বারবার অভিযোগ করেছেন রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা ভালো নয়, যদি ভালো না হয় তাহলে রাজ্যের চিকিৎসার পরিসেবা উপরে তিনি কি করে ভরসা করছেন? আর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন করোনা জন্য মুকুল বাবু নিজেকে একটু সরিয়ে রেখেছেন। সব কিছুই ধোঁয়াশা রেখেছেন মুকুল রায়। এই ব্যাপারে কিছু বলতে চাইনি কিন্তু তিনি বিজেপিতে আসেন এবং আগামী বিধানসভায় গুরুদায়িত্ব পালন করবেন সে ব্যাপারে তিনি আভাস দিয়েছেন।
সূত্র খবর দিল্লির ১৮১ নম্বর বাড়িতে সামনে একটি হেডিং ছিল সেখানে ১৮ জন সাংসদ ও নরেন্দ্র মোদি, অমিত শাহ-এর ছবি লাগানো ছিল, সেটি নাকি আর দেখা যাচ্ছে না। আবার অনেকে বলছে মিডিয়াতে তার নিজের অস্তিত্ব জাহির করার জন্য তিনি এটি খুলে রাখতে পারেন বলে মনে করা হচ্ছে, কিন্তু সঠিক তথ্য এখনও জানা যায়নি।
এই মুহূর্তে মুকুল রায়ের কাছে হঠাৎ একটি ফোন আসে এবং সেখানে বলা হয়েছে তাকে দিল্লি যাওয়ার জন্য। সূত্রের খবর তিনি গতকাল দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। যদি তিনি গতকাল রওনা দেন তাহলে সোমবার তার চোখের যে পরীক্ষা কথা তিনি বলেছিলেন সেটি মানুষের কাছে ভুল প্রমাণিত হবে। আবার না গেলো কেন্দ্র নেতৃত্বের কাছে চাপে পড়তে পারে মুকুল রায়।
রাজনৈতিক উত্তাপের মধ্যে কোন দিকে যায় মুকুল রায়, তিনি বিজেপিতে গুরুদায়িত্ব পালন করবেন কি না সেদিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল। এদিকে তৃণমূল নেত্রী একুশে জুলাই থেকে বলেছেন বিজেপি, কংগ্রেস এবং সিপিএম থেকে যে কোনো নেতা বা কর্মী আসলে তাকে সাদরে গ্রহণ করা হবে। এ ব্যাপারে কোন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেনি মুকুল, কিন্তু রাজনৈতিক মহল মনে করছে যদি মুকুল রায় কে সঠিকভাবে বিজেপি ব্যবহার না করে তাহলে আগামী বিধানসভায় ধাক্কা খেতে পারে বিজেপি। ক্ষমতায় নাও আসতে পারে। এদিকে বিজেপি দাবী করেছেন ১৯০-২০০টি আসনের লক্ষ্য মাত্রা নিয়েছে। তৃণমূলও তাদের মতো করে গুটি সাজাচ্ছে।