স্কুটি নিয়ে ট্রাফিক আইন ভঙ্গ। নিজের স্কুটি দামের চেয়েও বেশী অঙ্কের জরিমানা দিতে হলো দিল্লির যুবককে।

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক: স্কুটির দাম ই ১৫০০০ টাকা আর সেই স্কুটি নিয়ে ট্রাফিক নিয়ম ভঙ্গ করায় জরিমানা গুনতে হলো ২৩০০০ টাকা। এরকমই ঘটনা ঘটেছে দিল্লির গুরুগ্রমে। সংবাদ সংস্থা এএনআই এর সূত্র অনুসারে, দিল্লির গীতা কলোনির বাসিন্দা দীনেশ মদন নামে এক যুবককে একাধিক ট্রাফিক আইন ভাঙার অপরাধে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার সঙ্গে ড্রাইভিং লাইসেন্সের নথি সঙ্গে না থাকায় ৫,০০০ টাকা, রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকায় ৫,০০০ টাকা, বিমা না করানোয় ৩,০০০ টাকা, হেলমেট না পরে গাড়ি চালানোর জন্য ১,০০০ টাকা আর পলিউশন সার্টিফিকেট না থাকায় আরও ১০,০০০ টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুর ১২টা ৫৫ মিনিট নাগাদ গুরুগ্রাম ট্রাফিক পুলিসের তরফে সব মিলিয়ে মোট ২৩ হাজার টাকার চালান ধরানো হয় দীনেশের হাতে।এই হিসেব দেখে রীতিমত মাথায় হাত দিনেশের।

নিজের দোষ কুবুল করেছেন দীনেশ। বলেন, “এখন থেকে সবসময় আমি আমার নথিপত্র সঙ্গে রাখব”। কিন্তু তাও ২৩০০০ টাকা টা অত্যধিক বলে মনে করেন তিনি। এই অঙ্ক কিছুটা কমানোর কথাও বলেন।

সম্পর্কিত খবর

X