বাংলা হান্ট ডেস্কঃ দিল্লী নগর নিগম (MCD) এর উপনির্বাচনের ফলাফল সামনে এসেছে। আম আদমি পার্টি এই নির্বাচনে ব্যাপক সফলতা হাসিল করে পাঁচ ওয়ার্ডের মধ্যে চারটিতে জয় হাসিল করেছে। আর একটি আসন কংগ্রেসের দখলে গিয়েছে। বিজেপি সেখানে খাতাই খুলতে পারেনি। এই জয়ের পর AAP কর্মীরা উৎসব পালন শুরু করে দিয়েছে।
শালীমারবাগ ওয়ার্ড থেকে আপ প্রার্থী সুনিতা মিশ্রা ২৭০৫ ভোটে জয় হাসিল করেছেন। তিনি মোট ৯৬৭৪ টি ভোট পেয়েছিলেন। আর বিজেপির প্রার্থী ৭ হাজার ৫৯ টি ভোট পেয়েছিলেন। ত্রিলোকপুরী ওয়ার্ড থেকে আপ প্রার্থী ৪৯৮৬ ভোটে জয় হাসিল করেন। উনি মোট ১২৮৪৫ টি ভোট পেয়েছিলেন। বিজেপির প্রার্থী সেই ওয়ার্ডে ৭৮৯৫ টি ভোট পেয়েছিলেন।
কল্যাণপুরীতে আপ প্রার্থী ধীরেন্দ্র কুমার ৭০৪৩ টি ভোটে জয় হাসিল করেছেন। তিনি মোট ১৪৩০২ টি ভোট পেয়েছিলেন। ওই ওয়ার্ডে বিজেপির প্রার্থী সিয়া রাম ৭২৯৫ টি ভোট পেয়েছেন। রোহিণীতে আপ প্রার্থী জয় হাসিল করেছেন, চৌহান নগরে কংগ্রেস প্রার্থী জুবের আহমেদ ১০ হাজার ৬৪২ ভোটে জয় হাসিল করেন। উনি মোট ১৬ হাজার ২০৩ টি ভোট পেয়েছিলেন।
MCD উপ নির্বাচনে আম আদমি পার্টি মোট ৪৬.১০ শতাংশ ভোট পেয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। গেরুয়া শিবির এই নির্বাচনে ২৭.২৯ শতাংশ ভোট পেয়েছে। আর কংগ্রেস ২১.৮৪ শতাংশ ভোট পেয়েছে। এছাড়াও মায়াবতীর দল বহুজন সমাজ পার্টি ২.৫০ শতাংশ ভোট পেয়েছে। নির্দলীয় প্রার্থী ১.৬৪ শতাংশ আর নোটা ০.৬৩ শতাংশ ভোট পেয়েছে।