আপনিও ক্ষমতার নেশায় ডুবে গেছেন! কেজরীবালকে বললেন ক্ষুব্ধ আন্না হাজারে

বাংলাহান্ট ডেস্ক : দিল্লির আবগারি নীতি নিয়ে এবার সরব হলেন আন্না হাজারে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে খোলা চিঠি দিলেন তাঁর রাজনৈতিক ‘গুরু’ আন্না হাজারে (Anna Hazare)। চিঠিতে আন্না লিখেন, ‘মদের যেমন নেশা রয়েছে। তেমন ক্ষমতারও নেশা রয়েছে। তুমিও সেই নেশায় মত্ত হয়ে গেছ।’ আম আদমি পার্টি (Aam Aadmi Party) আদর্শচ্যূত হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। এক দশক আগে দুর্নীতি বিরোধী আন্দোলনে কেজরিওয়ালের (Arvind Kejriwal) ‘গুরু’ হিসেবে পরিচিত হয়েছিলেন হাজারে (Anna Hazare)।

415641 file rna kejriwal and anna hazare

কোন আদর্শে আন্না হাজারে-কেজরিওয়াল আন্দোলন শুরু করেন সেকথা চিঠিতে বারবার মনে করিয়ে দিলেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রীকে। দিল্লি সরকার কেন মদ বিক্রির নীতি গ্রহণ করবে সেই বিষয় নিয়েও প্রশ্ন তোলেন আন্না। চিঠিতে তিনি লেখেন, ‘কেজরিওয়াল তার স্বরাজ বইতে আদর্শের কথা লিখেছিলেন। তখন তাঁর থেকে অনেক প্রত্যাশা ছিল। আন্না হাজারের মতে, রাজনীতিতে গিয়ে সেই সমস্ত আদর্শের কথা ভুলে গিয়েছেন কেজরি। তিনি এখন ক্ষমতার নেশায় মত্ত তিনি।

দশ বছর আগের দুর্নীতি বিরোধী আন্দোলনের দিনগুলির কথা মনে করিয়ে দিয়ে কেজরিওয়ালের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন গান্ধীবাদী এই নেতা। তিনি লেখেন, ‘১০ বছর আগে ১৮ সেপ্টেম্বর, ২০১২-তে দিল্লিতে টিম আন্নার বৈঠকে রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলে তোমরা। রাজনৈতিক দল তৈরি কোনওদিনই আমাদের উদ্দেশ্যই ছিল না। সে কথা আজ তুমি ভুলে গিয়েছ।’ আন্নার অভিযোগ, পুরনো আদর্শের কথা ভুলে এখন আর পাঁচটা রাজনৈতিক দলের রাস্তাতেই চলছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।

main qimg 5e034d096a5ed938d80e75e55ce9a775 pjlq

দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে আবগারি নীতিতে দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত শুরু হয়েছে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) বিরুদ্ধে। কেজরিওয়ালকে লেখা খোলা চিঠিতে সেই আবগারি নীতি নিয়েও একাধিক প্রশ্ন তুললেন আন্না হাজারে।

আন্নার মনে করেন একটি ঐতিহাসিক আন্দোলন থেকে জন্ম নেওয়া আম আদমি পার্টির অন্য রাজনৈতিক দলের মতই পথ চলার ঘটনা যথেষ্ট হতাশা জনক। এরইসঙ্গে এই চিঠিতে শিক্ষায় জোর দেওয়ার বিষয়েও দিল্লির মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের একদা রাজনৈতিক গুরু।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর