বাংলাহান্ট ডেস্ক : বিধানসভা ভোটের আগে বাঙালি আবেগে শান দিয়ে লড়াইয়ের জমি প্রস্তুত করছেন তৃণমূল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একুশের মঞ্চ থেকেও বাঙালি হেনস্থার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একট ভিডিও শেয়ার করেছেন তিনি। অভিযোগ, বাংলার এক পরিযায়ী শ্রমিকের স্ত্রী এবং শিশুপুত্রকে মারধোর করা হয়েছে। এবার এই বিষয়ে মুখ খুলল দিল্লি পুলিশ। সোমবার দিল্লি পুলিশের তরফে অভিযোগ নস্যাৎ করে দাবি করা হয়, এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
মমতার (Mamata Banerjee) অভিযোগ নস্যাৎ দিল্লি পুলিশের
সোমবার সাংবাদিক বৈঠক করেন দিল্লি পুলিশের ডিএসপি (পূর্ব)। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিযোগ করেছেন যে, একজন মহিলা এবং তাঁর সন্তানকে বাংলাভাষী বলে নিগ্রহ করেছে দিল্লি পুলিশ। তিনি জানান, এমন অভিযোগ পাওয়ার পরেই শুরু হয় তদন্ত। জিজ্ঞাসাবাদের সময় নাকি ওই মহিলা প্রথমে দাবি করেছিলেন, ২৬ শে জুলাই রাত প্রায় সাড়ে দশটা নাগাদ দিল্লি পুলিশের চারজন কর্মী তাঁদের বাড়িতে যান। তারপর তাঁদের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ২৫ হাজার টাকা চাওয়া হয়। মারধোরের অভিযোগও আনা হয়।
কী জানাল দিল্লি পুলিশ: কিন্তু দিল্লি পুলিশের তরফে দাবি করা হয়, মহিলা যা বলেছেন সবটাই মিথ্যে। তাই পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী, তদন্তের জন্য বিশেষ দল গঠন করা হয়। পুলিশের ওই আধিকারিক জানান, গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায় যে ওই মহিলা মিথ্যে বলছেন। সেই তথ্যের ভিত্তিতে মহিলাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নাকি বলেন, মালদহে তাঁর রাজনৈতিক কর্মী আত্মীয়ের কথাতেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। তাঁর কথাতেই এমন ভিডিও করে ছড়িয়ে দেওয়া হয় বলে স্বীকার করেন মহিলা।
আরও পড়ুন : একসাথে কামব্যাক দুই জনপ্রিয় নায়িকার, জোড়া ধামাকা এই সিরিয়ালে
কী অভিযোগ ছিল মুখ্যমন্ত্রীর: দিল্লি পুলিশের ওই আধিকারিকের অভিযোগ, পুলিশের ভাবমূর্তি নষ্ট করতেই ইচ্ছাকৃত ভাবে এমন ঘটনা ঘটানো হয়েছে। উল্লেখ্য, মমতা (Mamata Banerjee) যে ভিডিওটি শেয়ার করেছিলেন সেখানে এক ব্যক্তি তাঁর ছেলের শরীরে আঘাতের চিহ্ন দেখিয়ে বলেছিলেন, তাঁর ছেলেকে মেরে কপাল ফাটিয়ে দিয়েছে পুলিশ। এমনকি তাঁর স্ত্রীকেও মারধোর করা হয়েছে বলে দাবি করেছিলেন তিনি। ভিডিওটি শেয়ার করে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেছিলেন, ‘বাঙালির বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে একটি শিশুরও পরিত্রাণ নেই। তবে এবার এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল দিল্লি পুলিশ।
আরও পড়ুন : আমেদাবাদ দুর্ঘটনার এক মাস পর মিরাক্যল! আগুনে ঝলসে গিয়েও বেঁচে ফিরল ৮ মাসের শিশু
এদিকে দিল্লি পুলিশের সাংবাদিক বৈঠকের পরেই সুর চড়িয়েছে বিজেপি। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করেন, ভিডিওর সত্যি মিথ্যে যাচাই না করেই দিল্লি পুলিশকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি সিসিটিভি ফুটেজের ভিডিও শেয়ার করে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে প্রচারের অভিযোগ এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। পালটা শুভেন্দুর শেয়ার করা সিসিটিভি ফুটেজ নিয়ে কটাক্ষ করে রাজ্যের শাসক দল।