বাংলা হান্ট ডেস্কঃ নাগরিকতা সংশোধন আইন (CAA) আর রাষ্ট্রীয় নাগরিক রেজিস্টারের বিরুদ্ধে দিল্লীর গোকুলপুরী (Gokalpuri) থানা এলাকায় মৌজপুর (Maujpur) এলাকায় এলাকায় চলা বিরোধ প্রদর্শনের মধ্যে পাথরবাজিতে আহত হওয়া এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। মৃত পুলিশকর্মীর নাম রতন লাল (Ratan Laal) তিনি হেড কনস্টেবল পদে মোতায়েন ছিলেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গোকুলপুরীতে দুই সম্প্রদায়ের মধ্যে হওয়া সংঘর্ষের মধ্যে দিল্লী পুলিশের হেড কনস্টেবল রতন লালের মৃত্যু হয়েছে। রতন লাল রাজস্থানের সীকর এলাকার বাসিন্দা। উনি ১৯৯৮ থেকে দিল্লী পুলিশের কনস্টেবল পদে আছেন। রতন লাল এসিপি/গোকুলপুরী কার্যালয়ে মোতায়েন ছিলেন। সেখানে তিনি নিজের স্ত্রী আর তিন বাচ্চার সাথে থাকতেন।
দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল হেড কনস্টেবল রতন লাল এর মৃত্যুতে দুঃখ প্রকাশ করে সবার কাছে শান্তি বজায় রাখার আবেদন করেছেন। কেজরীবাল ছাড়াও উপ মুখ্যমন্ত্রী মনিষ সিসোদিয়া, গোপাল রায়, পঙ্কজ গুপ্তা, সঞ্জয় সিং ও ট্যুইট করে সবাইকে শান্তি বজায় রাখার আবেদন করেছেন।
Delhi Police Head Constable Rattan Lal lost his life today during clashes between two groups in Delhi's Gokulpuri. He was a native of Sikar, Rajasthan. He joined Delhi Police as Constable in'98. He was posted in the office of ACP/Gokalpuri.He is survived by his wife & 3 children. pic.twitter.com/6ldKt3nsbb
— ANI (@ANI) February 24, 2020
এর আগে উত্তর পূর্ব দিল্লীর জাফরাবাদ আর মৌজপুর এলাকায় প্রদর্শনকারীরা দুটি ঘরে আগুন লাগিয়ে দেয়, এরপর উত্তেজনা আরও বেড়ে যায়। ওই এলাকায় লাগাতার দ্বিতিয়দিন সিএএ সমর্থক আর বিরোধীদের মধ্যে সংঘর্ষ বাধে। প্রদর্শনকারীরা একে অপরের উপর পাথর ছোঁড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ব্যবহার করে। উপদ্রবিদের তাণ্ডবে এক পুলিশ আর একজন সাধারণ নাগরিক প্রাণ হারান।