বাংলাহান্ট ডেস্ক: পুলিস মানেই কি তাঁকে হোমড়া চোমড়া গোমড়া হতে হবে? উঁহু! উর্দিধারী, জনসাধারণের রক্ষকরাও মজা করতে জানেন। আর মজার মধ্যে দিয়ে জরুরি বার্তাটাও দিতে পারেন। ঠিক যেমনটা করে দেখাল দিল্লি পুলিস (Delhi Police)। ট্রাফিক আইন (Traffic Law) অমান্যকারীদের কড়া বার্তা দিতে করিনা কাপুর খানকে (Kareena Kapoor Khan) এনে হাজির করল তারা। আরো স্পষ্ট করে বললে, ‘কভি খুশি কভি ঘম’ এর ‘পু’কে।
সিনেপ্রেমী মাত্রেই চিনতে পারবেন কেথ্রিজি-র অত্যন্ত জনপ্রিয় চরিত্র পূজা ওরফে পু কে। স্টাইলিশ, বিগড়ে যাওয়া, অহংকারী অথচ নরম মনের মজার চরিত্র পু এর ভূমিকায় অভিনয় করেছিলেন করিনা। এখনো চরিত্রটি একই রকম আইকনিক রয়েছে। মিম, ভিডিওতে প্রায়ই দেখা মেলে পু-এর।
এই পু কেই ট্রাফিক আইন মানার বার্তা দিতে কাজে লাগিয়েছে দিল্লি পুলিস। অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে, ট্রাফিক সিগন্যাল না দেখেই দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে একটি গাড়ি। তারপরেই ট্রাফিক সিগন্যালে রেড লাইটের মধ্যে ফুটে ওঠে পু এর মুখ।
‘কউন হ্যায় ইয়ে যো দোবারা মুড়কে মুঝে নেহি দেখা’, এই জনপ্রিয় সংলাপটি শোনা যায় পু এর মুখে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘কে ওই আইন অমান্যকারী? পু মনোযোগ ভালবাসে, ট্রাফিক সিগন্যালও তাই।’ নেটিজেনরা হেসে গড়াগড়ি খাচ্ছেন ভিডিওটি দেখে। একজন লিখেছেন, দিল্লি পুলিসও মানুষকে বিনোদনের ভাষতেই বোঝাচ্ছে। আবার আরেকজন রসিকতা করেছেন, ওটা সলমন ভাই ছিল।
https://www.instagram.com/reel/CgFIIQuJ-aS/?igshid=YmMyMTA2M2Y=
প্রসঙ্গত, ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘কভি খুশি কভি।ঘম’ নব্বইয়ের দশকের জনপ্রিয় ছবিগুলির মধ্যে একটি ছিল। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন এবং করিনা কাপুর খান।