বাংলা হান্ট ডেস্ক : হরিয়ানার কাছে দিল্লি তেলেঙ্গানা এক্সপ্রেসে ভয়াবহ আগুন। হরিয়ানার বল্লভগড়ের কাছে আসোতি স্টেশনের কাছে দুটি এসি কামরায় ভয়াবহ আগুন লাগে বৃহস্পতিবার সকালে। একাধিক দমকলের ইঞ্জিন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায়। ঘটনায় কেউ আহত হননি বলে নর্দান রেলওয়ের তরফে জানানো হয়েছে। সব যাত্রীকেই নিরাপদে সরানো সম্ভব হয়েছে।
তেলেঙ্গানা এক্সপ্রেসের দুটি এসি কামরার সংযোগস্থলে ব্রেক-বার্নিং-এ আগুন লাগে বলে নর্দান রেলওয়র চিফ পাবলিক রিলেশন অফিসার জানান। সকাল ৭.৪৩ মিনিট নাগাদ প্রথম আগুন নজরে আসে। সাধারণভাবে ঘর্ষণজনিত কারণে এই ব্রেক-বার্নিংয়ে আগুনের ফুলকি দেখা যায়। এবং সেই আগুনের ফুলকি থেকেই দুই কামরায় আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। হচ্ছে।