Delhi Violence: দিলবর নেগির হত্যায় অভিযুক্ত শাহনওয়াজকে গ্রেফতার করল পুলিশ, উপদ্রবিরা কেটে দিয়েছিল নেগির দুটো হাত!

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লী হিংসার (Delhi Violence) তদন্ত করা এসআইটির (SIT) টিম দিলবর নেগির (Dilbar Negi) নামের এক যুবকের হত্যায় অভিযোগে অভিযুক্ত শাহনওয়াজ নামের এক যুবককে গ্রেফতার করেছে। দিলবর নেগি দিল্লী হিংসায় মারা গেছিল। আর তাঁর মৃত দেহ শিব বিহারে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয়েছিল।

গোকুলপুরী থানার পুলিশ শাহনওয়াজের বিরুদ্ধে আইপিসি ধারা 147/148/149/302/201/436/427 এর অধীনে এফআইআর দায়ের করেছে। দিলবর নেগির নাম সেই তালিকায় আছে, যাঁদের দিল্লী হিংসার সময় নৃশংস ভাবে খুন করা হয়েছিল।

দিলবর নেগি (২২) অনিল সুইট হাউসে ওয়েটার হিসেবে কাজ করত। দাঙ্গাবাজেরা অনিল সুইট হাউসে ভাঙচুর চালিয়েছিল। এর সাথে সাথে তাঁরা নৃশংস ভাবে দিলবর নেগির হত্যা করেছিল। দিলবরের দুই হাতই কেটে নিয়েছিল দাঙ্গাকারিরা। দিলবরের দেহ অনিল সুইট হাউসের দ্বিতীয় তলে পাওয়া গেছিল।

শাহনওয়াজের উপর অভিযোগ হল, সে তাঁরা দাঙ্গাবাজ সাথীদের সাথে মিলে ২৪ ফেব্রুয়ারির দিনে শিব বিহারে অনেক কয়েকটি দোকানে ভাঙচুর চালায় আর পাথরবাজি করে। এর সাথে সাথে তাঁরা কয়েকটি দোকানে আগুন লাগিয়ে দেয়। শাহনওয়াজ একটি বুক স্টোর আর মিষ্টির দোকনের গোডাউনে ঢুকে ভাঙচুর চালিয়ে দোকানে আগুন লাগিয়ে দেয়।

ওই দোকান গুলোর মধ্যে একটি দোকানে আজ করত দিলবর নেগি। ২৬ ফেব্রুয়ারি তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছিল পুলিশ। দিলবরের দুই হাত কেটে নিয়েছিল শাহনওয়াজরা। একজন প্রতক্ষ্যদর্শী শাহনওয়াজকে সনাক্ত করেছে। ২৭ বছরের অভিযুক্তকে গ্রেফতার করার পর পুলিশ বাকিদের উদ্দেশ্যে তল্লাশি চালাচ্ছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর