দিল্লী হিংসায় দিলবর নেগির হত্যাকাণ্ডের প্রতক্ষ্যদর্শীর বয়ানে উঠে এলো ভয়ঙ্কর তথ্য! ISIS কেও হার মানাবে এই নৃশংসটা

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর পূর্ব দিল্লীর শিব বিহার এলাকায় হওয়া হিংসার (Delhi Riot) সময় সুইট শপে কাজ করা দিলবর সিং নেগি (Dilbar Singh Negi) (২২) এর নৃশংস হত্যায় অভিযুক্ত শাহনওয়াজ (শানু) (২৭) কে দিল্লীর অপরাধ দমন শাখা গ্রেফতার করেছে। দিলবর নেগি মূল রুপে উত্তরাখণ্ডের বাসিন্দা।

Dilbar Singh Negi Murder Delhi News

শাহনওয়াজ ২৪ ফেব্রুয়ারি হিংসার দিন বুক স্টোর আর সুইট শপে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয়। সে তাঁর সঙ্গীদের সাথে মিলে দিলবর নেগির উপর নৃশংস অত্যাচার চালায়। তাঁর দুই হাত কেটে দিয়ে দাঙ্গাবাজেরা তাঁকে জ্যান্ত জ্বালিয়ে দেয়। প্রতক্ষ্যদর্শীর রিপোর্টের পর শাহনওয়াজকে সনাক্ত করে গ্রেফতার করা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে তাঁর বাকি সঙ্গীদের খোঁজ চালাচ্ছে।

অপরাধ দমন শাখার সুপার রাজেশ দেব বলেন, ২৬ ফেব্রুয়ারি পুলিশ এ-২৯ চমন পার্ক, শিব বিহারের একটি সুইট শপের দ্বিতীয় তল থেকে দিলবর নেগির দেহ উদ্ধার করে। তাঁকে খুবই নৃশংস ভাবে হত্যা করা হয়েছিল। ২৮ ফেব্রুয়ারি গোকুলপুরী থানায় হত্যা, দাঙ্গা, দোকানে ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়া সমেত অনেক কয়েকটি মামলায় এফআইআর দায়ের করা হয়েছিল।

অপরাধ দমন শাখার এসআইটির তদন্তে একজন প্রতক্ষ্যদর্শীকে পাওয়া যায়। প্রতক্ষ্যদর্শী জানান, ২৪ ফেব্রুয়ারি শিব বিহারের তিন রাস্তার পাশে অভিযুক্ত শাহনওয়াজ দাঙ্গাবাজদের নেতৃত্ব করছিল। তাঁরা পাথরবাজি ছাড়াও দোকানে ভাঙচুর আর আগুন লাগিয়ে দিয়েছিল।

শাহনওয়াজ বইয়ের দোকান আর অনিল সুইট হাউসে তাণ্ডব চালায়। সেই সময় দাঙ্গাবাজেরা দোকানে আগুল লাগিয়ে দেয়। তাঁরা দোকানের দ্বিতীয় তলে গিয়ে দিলবর নেগির উপর অত্যাচার করে আর তাঁর হাত কেটে দেওয়ার পর তাঁকে জ্যান্ত জ্বালিয়ে দেয়। প্রতক্ষ্যদর্শীর থেকে পাওয়া তথ্যের পর পুলিশ শাহনওয়াজকে গ্রেফতার করে।


Koushik Dutta

সম্পর্কিত খবর