বাংলা হান্ট ডেস্কঃ দিল্লীর (Delhi Violence) ব্রহ্মপুরী আর মৌজপুর এলাকায় আজ তৃতীয় দিনেও পাথরবাজি এবং হিংসক প্রদর্শন জারি। আজ সকালে কিছু এলাকায় উপদ্রবিরা পাথরবাজি শুরু করে দেয়। রবিবার থেকে শুরু হওয়া হিংসায় এখনো পর্যন্ত এক কনস্টেবল সমেত সাত জনের মৃত্যু হয়েছে। সুরক্ষার জন্য পাঁচটি মেট্রো স্টেশন জাফরাবাদ, মৌজপুর-বাবরপুর, গোকুলপুরী, জৌহরি এনক্লেভ এবং শিব বিহার বন্ধ করে দেওয়া হয়েছে।
Delhi: Fire at some shops has not been doused yet, after the tyre market in Gokulpuri area was set ablaze yesterday. #NortheastDelhi pic.twitter.com/HtQ3wqcyOa
— ANI (@ANI) February 25, 2020
মৌজপুরে লাগাতার গুলি চলার ঘটনার পর ডিসিপি অলোক কুমার ঘটনাস্থল ছেড়ে চলে যান। ডিসিপি চলে যাওয়ার পর এসিপি মোর্চা সামলান। মৌজপুর এলাকায় ছয় জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা যাচ্ছে। এক মহিলা গুরুতর আহত হয়েছে বলে জানা যায়। যদিও এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত পুলিশের কোন বয়ান সামনে আসেনি।
সকালে মৌজপুরে পাথরবাজির পর সেখানকার পরিস্থিতি নতুন করে অশান্ত হয়ে পড়ে। সেখানেও ফায়ারিং এর কিছু ঘটনা সামনে এসেছে। মঙ্গলবার সকালে ব্রহ্মপুরী, মৌজপুর, কবিরনগর আর করাবল নগরে হাঙ্গামার পর সুদামাপুরীতে পাথরবাজি শুরু হয়। মসজিদের পাশে দুই গোষ্ঠীর মধ্যে পাথরবাজি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
BJP MP Gautam Gambhir on Kapil Mishra's speech: No matter who the person is, whether he is Kapil Mishra or anyone else, belonging to any party, if he has given any provoking speech then strict action should be taken against him. #NortheastDelhi pic.twitter.com/pBmtBORxIY
— ANI (@ANI) February 25, 2020
নতুন করে হিংসা ছড়ানোর পর গৌতম গম্ভীর বড় বয়ান দিয়ে বলেন, বিজেপির নেতা কপিল মিশ্রা হোক আর অন্য কোন পার্টির নেতা হোক না কেন। উস্কানিমূলক ভাষণ যে দিয়েছে, তাঁর বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ নেওয়া হয়।