বাতিল হচ্ছে গরমের ছুটি! এবার জুন-জুলাইতেও ক্লাস? রাজ্যে সামার ভ্যাকেশন নিয়ে বিরাট আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ তীব্র তাপপ্রবাহের অবসান ঘটিয়ে বর্তমানে স্বস্তির বৃষ্টিতে ভিজছে রাজ্য (West Bengal)। রোজই ঝড়-বৃষ্টি, আর তার জেরে হুড়মুড়িয়ে তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যে। চলতি সপ্তাহে আর তাপমাত্রা বাড়ার ঝক্কি নেই। যদিও রবিবারের পর বৃষ্টি কমলে ফের চড়তে পারে পারদ। এই অবহে এবার গরমের ছুটি (Summer Vacation) বাতিল করে ফের স্কুল খোলার দাবি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির।

গরমের দহন জ্বালা কমতেই গরমের ছুটির পালা চুকিয়ে স্কুল খোলার দাবি। এ ব্যাপারে শিক্ষা দফতরকে প্রস্তাবও পাঠিয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি। দুই শিক্ষক সংগঠনের দাবি, এক দফায় এত লম্বা ছুটি না দিয়ে আপাতত স্কুল খোলার ব্যবস্থা করা হোক। কিছুদিন পর ফের অত্যাধিক গরম পড়লে তখন নাহয় ছুটি দেওয়া হোক।

এই বিষয়ে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডার কথায়, “ঝড়বৃষ্টির জেরে গরম অনেক কমেছে। তাই আপাতত স্কুল খুলে দেওয়াই যায়। ফের মাত্রাতিরিক্ত গরম পড়লে ছুটি দিয়ে দেওয়া যেতে পারে।” পাশাপাশি পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র বলেন, এবার থেকে উচ্চ মাধ্যমিক স্তরে পাঠ্যক্রম বদলেছে। সিমেস্টার পদ্ধতি চালু হয়েছে। এই আবহে গরম কমলেও স্কুল বন্ধ রাখলে স্টুডেন্টদের পড়াশোনার ক্ষতি হবে।

summer v2

আরও পড়ুন: গরু পাচার কাণ্ডে বহুদিন জেলবন্দি! এবার কী তাহলে কপাল পুড়ল কেষ্টর? বীরভূমে গোপনে যা চলছে…

প্রসঙ্গত, রাজ্যের পড়ুয়াদের তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচাতে এবার প্রায় একমাস এগিয়ে আনা হয় গরমের ছুটি। গত ২২ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগাম গরমের ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। এই গরমের জেরে যাতে ছাত্রছাত্রীরা অসুস্থ না হয়ে পড়ে সেই কারণেই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়। আগামী ৩ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর