বাংলাহান্ট ডেস্ক : বর্ষা শুরু হতেই সারা রাজ্য জুড়ে দাপট দেখাতে শুরু করেছে ডেঙ্গি। ক্রমাগত ডেঙ্গু পরিস্থিতি খারাপ হচ্ছে সারা রাজ্যেই। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু নিয়ে চিকিৎসাধীন বহু রোগী। ২৪ ঘন্টায় মাত্র কিছু সময়ের ব্যবধানে ডেঙ্গুর জন্য প্রাণ হারালেন দুইজন। এ নিয়ে শুধুমাত্র কলকাতা ও হাওড়া জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ানোর ছয়। মৃতদের মধ্যে রয়েছে হাওড়ার বেলুড়ের ছয় মাসের শিশু। ১লা সেপ্টেম্বর এই শিশুটির দেহে ডেঙ্গুর জীবাণু দেখা গেলে ২ রা সেপ্টেম্বর থেকে ভর্তি করা হয় কলকাতার মেডিকেল কলেজে। এই শিশুটির মৃত্যু হয় গতকাল মধ্যরাত্তিরে।
হাওড়ার বলি পুরসভা অঞ্চলে ডেঙ্গু রীতিমতো ভয়াবহ রূপ ধারণ করেছে। শুধুমাত্র আগস্টের শেষ সপ্তাহে ৩৫ টি ওয়ার্ডের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৮ জন। তাদের মধ্যে দুই দিন আগে বালির ভটবাগান এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয় ২৯ বছর বয়সী কৌশিক সদর নামে এক সিভিল ইঞ্জিনিয়ারের।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের শিলিগুড়িতেও ডেঙ্গু রীতিমতো ঝোড়ো ব্যাটিং করছে। শিলিগুড়িতে গত ৪৮ ঘন্টায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫০। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ৪,৫,১৪ ও ৪২ নম্বর ওয়ার্ডকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে।
শিলিগুড়িতে ডেঙ্গু নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদল গুলি শিলিগুড়ি পৌরসভার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনেছে। পাশাপাশি স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, শিলিগুড়ি পৌর নিগম এর পক্ষ থেকে ডেঙ্গু নিয়ে পর্যালোচনা, আলোচনা, সাফাই ও বাড়ি বাড়ি গিয়ে প্রচার অভিযান চালানো হচ্ছে। ভেক্টর কন্ট্রোল টিম গঠন করা হয়েছে প্রত্যেকটি এলাকায়। ফগিং ও স্প্রে মেশিন দিয়ে মশার লার্ভা নিধনের চেষ্টা করা হলেও বিশেষ কোনো ফল মিলছে না।