আতঙ্কিত চীন-পাকিস্তান, পাঞ্জাবে মোতায়ন হল প্রথম S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম

বাংলাহান্ট ডেস্কঃ শক্তি বাড়াচ্ছে ভারত (india)। একদিকে চীন এবং অন্যদিকে পাকিস্তানের হাত থেকে দেশ এবং দেশবাসীকে রক্ষার জন্য, উন্নত করছে প্রতিরক্ষা ব্যবস্থা। সেই কারণে পাঞ্জাবে (punjab) প্রথম S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করল ভারতীয় বায়ুসেনা।

চলতি মাসের শুরু থেকেই রাশিয়া থেকে সমুদ্রপথ ও বিমানে করে মিসাইল ডিফেন্স সিস্টেমটির বিভিন্ন অংশ নিয়ে আসা হচ্ছিল ভারতে। এদিকে আবার এস-৪০০ (S-400) নিয়ে কিছুটা একরোখা আমেরিকা। ইতিমধ্যেই ভারতকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে আমেরিকা। অর্থাৎ ভারতকে বলা হয়েছে রাশিয়া থেকে এই হাতিয়ার ক্রয় করলে, অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তেও হতে পারে ভারতকে।

S 400 1

তবে আমেরিকার দিক থেকে এই ধরনের হুশিয়ারি এটাই প্রথম নয়। এর আগেও রাশিয়া থেকে এই হাতিয়ার কেনার জন্য আমেরিকার নিশেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল তুরস্ককে। তবে ভারতের ক্ষেত্রে আমেরিকার নিশেধাজ্ঞাকে খুব একটা আমল দিতে নারাজ বিশেষজ্ঞরা। একদিকে মস্কো এবং অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই এগিয়ে যেতে চায় ভারত।

ইতিমধ্যেই ভারতের হাতিয়ার ভাণ্ডারের অংশ হয়ে গিয়েছে প্রথম S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম। ইতিমধ্যে তা মোতায়েনও করা হয়ে গিয়েছে পাঞ্জাবে। লৌহ বর্মে ছেয়ে গিয়েছে ভারতের আকাশ। এই বিষয়ে শীর্ষস্তরের আধিকারিক বলেন, ‘চীন এবং পাকিস্তানের দিক থেকে আগত হামলাকে একযোগে প্রতিহত করার জন্যই, পাঞ্জাব সেক্টরে মোতায়েন করা হচ্ছে এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেমের প্রথম স্কোয়াড্রন। রাশিয়ার তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি আর মাত্র কিছুদিনের মধ্যেই নিজের কাজ শুরু করে দেবে। যার ফলে ভারতের ক্ষমতা আরও কয়েক গুণ বেড়ে যাবে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর