ব্রেকিং খবর : রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন সহ ৮ জনকে

Last Updated:

কৃষি বিল নিয়ে রাজ্যসভা (rajya sabha) গন্ডগোল করার জন্য তৃণমূলের (TMC) ডেরেক ও ব্রায়েন (Derek O’brien) সহ আরো ৭ বিরোধী সাংসদকে পার্লামেন্ট থেকে বরখাস্ত করা হল। তাদের এক সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়েছে। বিজেপি সাংসদরা তাদের আচরণের জন্য অভিযোগ জানিয়েছিলেন।

ডেরেক ও ব্রায়েন ছাড়াও এই তালিকায় রয়েছেন সঞ্জয় সিং, রিপুন বোরা, নাজির হুসেন, কে কে রাগেশ, এ করিম, রাজীব সাতভ, দোলা সেন।

রবিবার পার্লামেন্টে ঘটা এই ঘটনার নিন্দা করে  চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু বলেছেন, এখনো পর্যন্ত এটি রাজ্যসভার জন্য সবচেয়ে খারাপ দিন।  কিছু সংসদ স্পিকারের দিক্স কাগজ ছুঁড়ে মারেন।  মাইক ভেঙে ফেলা হল।  রুল বই ছুঁড়ে ফেলে দেওয়া হল।  এই ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত।

প্রসঙ্গত,  রবিবার রাজ্যসভায় বিশাল গন্ডগোলের মধ্যে সরকার দুটি গুরুত্বপূর্ণ কৃষক বিল পাস করল।  এই সময়ে, তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টি সহ অনেকগুলি বিরোধী দল রাজ্যসভায় অশান্তির সৃষ্টি করে।

কিছু সংসদ সদস্য ডেপুটি স্পিকারের চেয়ারের সামনে পৌঁছে বিলের অনুলিপি ছিঁড়ে ফেলে ডেপুটি স্পিকারের সামনে পর্যন্ত পৌঁছে যান। এমনকি রবিবার ডেপুটি চেয়ারম্যানকে হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ ।  আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলেও জানা যাচ্ছে। এসবের ভিডিও রেকর্ডিং সংসদীয় বিষয়ক মন্ত্রকের কাছে রয়েছে।

সম্পর্কিত খবর

X