করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।আর এই পরিস্থিতিতে ভারোতেও আক্রান্ত প্রায় ষোলো হাজার কি তার বেশী।আর এর মধ্যেই সম্প্রতি দিল্লি থেকে এ রাজ্যে আসা ৯ জন সিআরপিএফ জওয়ানের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।
আর তাতে মানুষের মধ্যে আতঙ্ক আরও বেশি বেড়ে গেছে। আর এই ঘটনার পর সাধারণ মানুষের পাশে চিন্তায় আছে বহু নেতা ।তৃণমূল কংগ্রেসের নেতা তথা সাংসদ ডেরেক ও’ব্রায়ান নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেছেন যে, “১৪ এপ্রিল দিল্লি থেকে কলকাতায় বিশেষ ট্রেনে করে যে আরপিএফ জওয়ানরা আসেন তাঁদের মধ্যে ৯ জন করোনা পজিটিভ। লকডাউন চলছে তখন তাঁরা কীভাবে ট্রেনে করে এ রাজ্যে এলেন? তাঁদের কে বা কারা পাঠিয়েছে?পশ্চিমবঙ্গতে করোনাতে প্রায় ৫১৪ জন আক্রান্ত , যার মধ্যে আবার ইতিমধ্যেই ১৫ জন রোগী মারা গেছেন।
করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। এর মধ্যে কেটে গেছে সতেরো দিন। তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখন সেই সময় যত এগোচ্ছে ততই ৩রা মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াচ্ছে সব রাজ্য। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এর মধ্যে কি করে তারা রাজ্যের মধ্যে এলো এই নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। আর তাতে ক্ষুব্ধ একাধিক নেতা মন্ত্রী।