বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) স্পষ্ট নির্দেশ সত্ত্বেও এখনও দেশে ফিরতে পারলেন না বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি বিবি-সহ ৬ জন পরিযায়ী শ্রমিক। কারণ, বাংলাদেশে দুর্গাপুজোর ছুটি পড়েছে। এরফলে চাঁপাইনবাবগঞ্জ আদালতে নির্ধারিত শুনানি স্থগিত হয়ে গিয়েছে। আদালত তাঁদের হাজিরই করেনি। পরবর্তী শুনানি রবিবারে হতে পারে বলে জানা গেছে।
বাংলাদেশে আটক শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলামের প্রতিনিধি মফিজুল শেখ জানান, “পুজোর ছুটি পড়ায় এদিন শুনানি হয়নি। আদালত তাঁদের হাজিরই করেনি। রবিবার শুনানির নতুন তারিখ দেওয়া হতে পারে।”
দিল্লির রোহিণীতে প্রায় ২০ বছর ধরে কাগজ কুড়োনো ও গৃহপরিচারিকার কাজ করছিলেন সোনালি বিবি ও তাঁর পরিবার। পরিবারের দাবি, গত জুন মাসে হঠাৎ দিল্লি পুলিশ তাঁদের তুলে নিয়ে যায়। পরে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করা হয়। তখন থেকেই তাঁরা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
হাই কোর্টে (Calcutta High Court) শুরু হয় মামলা
গত ২৯ অগস্ট সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) এই মামলা শুনানি শুরু করে। গত শুক্রবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রর ডিভিশন বেঞ্চ রায়ে জানায়, সোনালিদের ভারতীয় নাগরিকত্ব প্রমাণিত। তাঁদের দেশে ফেরানোর দায়িত্ব সরকারের। চার সপ্তাহের মধ্যে ফেরানোর নির্দেশও দেওয়া হয়।
আরও পড়ুনঃ দশমীর দিন রাজ্যজুড়ে বন্ধ মদের দোকান, কেন?
কিন্তু সেই সময়ের মধ্যেই বাংলাদেশে তাঁদের বিরুদ্ধে জামিন প্রক্রিয়া শুরু হয়ে যায়। সেই আইনি জটিলতাই এখন বাধা হয়ে দাঁড়িয়েছে দেশে ফেরার ক্ষেত্রে। এদিকে অন্তঃসত্ত্বা সোনালি বিবির শারীরিক অবস্থাও ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে। পরিবার ও হাই কোর্টের (Calcutta High Court) আইনজীবীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে এই আইনি জটিলতা তাঁর এবং তাঁর অনাগত সন্তানের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে।