পরপর দু’বার বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ ইতালি, মন ভাঙল গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইউরোপীয়ান, বিশ্বকাপ যোগ্যতাঅর্জন পর্বের প্লে অফে কাল ঘটেছে বড় রকমের অঘটন। বৃহস্পতিবার রাতে উত্তর ম্যাসিডোনিয়ার কাছে ১-০ গোলে হেরে যাওয়ার পর টানা দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হল ইতালি। উত্তর ম্যাসিডোনিয়ার আলেকসান্ডার ট্রাজকোভস্কি রেনজো বারবেরায় ৯০ মিনিটের পরে যোগ হওয়া অতিরিক্ত সময়ে অসাধারণ একটি দৃষ্টিনন্দন গোল করে তাদের দেশকে ম্যাচ জেতানোয় ইতিহাসে প্রথমবারের মতো, আজজুরিরা ধারাবাহিকভাবে বিশ্বকাপের মূলপর্বে যাওয়া থেকে ব্যর্থ হবে। রবার্তো মানচিনির দল মাত্র আট মাস আগে “ইউরো ২০২০” যা করোনার কারণে ২০২১ এ অনুষ্ঠিত হয়েছিল, সেই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিল, ফাইনালে ইংল্যান্ডের ঘরের মাঠে তাদের পেনাল্টিতে পরাজিত করে তাদের ইতিহাসে দ্বিতীয়বার ইউরোর শিরোপা জিতেছিল।

কিন্তু তার আগে ২০১৮ বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের প্লে অফে সুইডেনের কাছে তাদের পরাজয়ের ফলে রাশিয়ায় বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। এবার বুনুচ্চিরা কাতারেও অনুপস্থিত থাকবে। এক বিশ্বকাপ বাছাইপর্ব থেকে অন্য বিশ্বকাপে ব্যর্থতার মাঝের যাত্রাটা তাদের বেশ ভালোই ছিল বলা যায়। কিন্তু তা দিয়ে বিশ্বকাপ না খেলতে পারার ক্ষত মোছা যায় না। ২০১৮ বিশ্বকাপের আগে বাছাইপর্বের গ্রুপে স্পেনের পিছনে দুই নম্বরে শেষ করলেও ইতালি দুই-পর্বের প্লে অফে সুইডেনকে পরাস্ত করে বিশ্বকাপের টিকিট পাবে এটা সকলের বিশ্বাস ছিল। তবে সুইডেনের জ্যাকব জোহানসন মিলানে উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে প্রথম পর্বে টাইয়ের একমাত্র গোলটি করেছিলেন। আজুরিরা (ইতালিয়ান ফুটবল দল) তারপর দাপট দেখিয়ে খেললেও সুইডিশরা মাটি আঁকড়ে পরে থেকে ১৯৫৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের মূলপর্বে ইতালির জায়গা না পাওয়া নিশ্চিত করে।

রাশিয়ার জন্য যোগ্যতা অর্জনে ব্যর্থতা তৎকালীন ইতালি কোচ গিয়ান পিয়েরো ভেনচুরার চাকরি খোয়ানোর কারণ হয়েছিল। তারপর ইতালির কোচের হট-সিটে বসেছিলেন রবার্তো মানচিনি। তিনি বদলে দিয়েছিলেন ইতালির চিরাচরিত আল্ট্রা ডিফেন্সিভ ফুটবলের নকশা। বিলম্বিত ইউরো ২০২০-তার সবচেয়ে বড় প্রমাণ। বুনুচ্চি, কিয়েল্লিনি, স্পিনাজ্জ্বোলা, কিয়েসা-দের আকর্ষণীয় ফুটবলে ভর করে গ্রূপ স্টেজ এবং পরে নক-আউটে একে একে অস্ট্রিয়া, বেলজিয়াম এবং স্পেনকে পরাজিত করে ইউরোর ফাইনালে উঠেছিল আজুরীরা। ফাইনালে পেনাল্টিতে ইংল্যান্ডকে পরাস্ত করে ট্রফি জিতেছিল তারা।

italy euro

রবার্তো মানচিনির কোচিংয়ে ২০১৮ সালের সেপ্টেম্বরে নেশন্স লিগে পর্তুগালের কাছে ১-০ ব্যবধানে পরাজয়ের পরে ইতালি দীর্ঘদিন হারের মুখ দেখেনি। আজুরিরা পরবর্তীতে তিন বছর ধরে সমস্ত প্রতিযোগিতা জুড়ে রেকর্ড ৩৭-ম্যাচ অপরাজিত থাকে। গত অক্টোবরে ২০২০-২১ নেশন্স লিগের সেমিফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হারের পর সেই ধারার অবসান ঘটে। আসন্ন কাতার বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত থাকা সত্ত্বেও, তাদের শেষ পাঁচটি ম্যাচ থেকে চারটি ড্র করায় ইতালিকে গ্রুপ সি-তে সুইটজারল্যান্ডের পেছনে দ্বিতীয় স্থান পেয়ে সরাসরি বিশ্বকাপের টিকিটের থেকে বঞ্চিত হতে হয়েছিল। ফের একবার তাদের প্লে অফ খেলতে হতো আর এইবারও তারা উত্তর ম্যাসিডোনিয়াকে পরাস্ত করার জন্য হট ফেভারিট ছিল, কিন্তু কাল রাতে ৩২ টা শট নিয়েও গোলমুখ খুলতে পারেনি ইতালি। বরং ম্যাচের অতিরিক্ত সময়ে ডোন্নারুমা-কে পরাস্ত করে ঐতিহাসিক গোল করে ইতালির কাতার যাওয়ার স্বপ্ন তছনছ করে দেয় উত্তর ম্যাসিডোনিয়া।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর