বিশ্বকাপে দ্বিতীয় স্থানে থাকলেও রোহিতরাই হবেন “প্রথম”! ICC-র নিয়মে ভারতই হল “ফার্স্ট বয়”

বাংলা হান্ট ডেস্ক: T20 বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup) শুরু হয়ে গিয়েছে ভারতের সফর। ৫ জুন আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে মাঠে নেমেছে ভারতীয় দল। নির্ধারিত সূচি অনুযায়ী, T20 বিশ্বকাপে গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলতে হবে রোহিত বাহিনীকে। এমতাবস্থায়, ওই ম্যাচগুলিতে প্রাপ্ত পয়েন্টের ওপর ভর করে সুপার এইটের যোগ্যতা অর্জন করা যাবে।

এমতাবস্থায়, একটি বিষয় ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ICC-র নিয়ম অনুসারে গ্রুপে দ্বিতীয় স্থানের শেষ করলেও প্রথম হবে ভারত। অর্থাৎ সেক্ষেত্রে ভারত পরের রাউন্ডে পৌঁছে যাবে “A1” হিসেবে।

   


Despite finishing second in the World Cup, India will be the first.

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, T20 বিশ্বকাপে ভারত রয়েছে “A” গ্রুপে। এদিকে ওই গ্রুপে ভারতের পাশাপাশি রয়েছে পাকিস্তান, আয়ারল্যান্ড, আমেরিকা এবং কানাডা। এমতাবস্থায়, ভারত ছাড়া ওই গ্রুপের অন্য কোনো দল যদি প্রথম স্থানে শেষ করে সেক্ষেত্রে তারা পরের রাউন্ডে যাবে “A2” হিসেবে। শুধু তাই নয়, ওই অনুযায়ী সুপার এইটে তাদের সূচি নির্ধারিত হবে।

আরও পড়ুন: রয়েছে জেলে! খালিস্তানি সমর্থক অমৃতপালের নির্বাচনে জয়ের পর গ্রামে শুরু অখন্ড পাঠ

প্রসঙ্গত উল্লেখ্য যে, বিশ্বকাপে ভারত বাছাই দল। এমন পরিস্থিতিতে, সামগ্রিকভাবে সুপার এইটের গ্রুপগুলি এমন ভাবে করা হয়েছে যাতে বাছাই দলগুলির মধ্যে সামঞ্জস্য থাকে। অর্থাৎ, ভারত পরের রাউন্ডে গেলে তা হলে তারা গ্রুপ “1”-এ পড়বে। এদিকে, যদি বাছাই করা দলগুলির সবাই সুপার এইটে পৌঁছে যায় সেক্ষেত্রে রোহিত বাহিনীকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে হবে।

আরও পড়ুন: তৃতীয়বার মোদী সরকার! NDA-র বৈঠক শেষে বিজেপিকে ফুল সাপোর্টের ঘোষণা নিতিশ, নাইডুর

আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল যে, ভারতই একমাত্র দল যারা সেমিফাইনালে পৌঁছে গেলে কোন মাঠে খেলবে তা নির্ধারণ হয়ে রয়েছে। জানিয়ে রাখি যে, ভারতের দ্বিতীয় সেমিফাইনাল খেলবে গায়ানাতে। সেক্ষেত্রে প্রতিপক্ষ কে হবে তা নির্ধারণ হবে সুপার এইটের ফলের পরিপ্রেক্ষিতে। তবে, আরও একটি বিষয় হল শুধুমাত্র ভারতের সেমিফাইনালের ক্ষেত্রেই কোনো রিজার্ভ ডে বরাদ্দ নেই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর