ছন্দে না থাকলেও পাক অধিনায়ক বাবর আজমের দর্প চূর্ণ করলেন শুভমান! সামনে এবার আমলা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বিশ্রী ভাবে হারের মুখ দেখেছে ভারতীয় দল (Indian Cricket Team)। ভারতীয় দলের বোলিং নিজেদের সাধ্যমত চেষ্টা করলেও দলের ব্যাটিং প্রায় পুরোপুরি ভাবে ব্যর্থ। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯০/০ অবস্থা থেকে ১৮১ রানে অলআউট হয়ে যায় ভারত। শুভমান গিল, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসনরা শোচনীয় ভাবে ব্যর্থ। কিন্তু এদের মধ্যে ভারতীয় সমর্থকরা সবচেয়ে বেশি যাকে নিয়ে হতাশ তিনি হলেন শুভমান গিল।

তিনি বছরের শুরু থেকেই অসাধারণ ছন্দে ছিলেন। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার ব্যাটে রানের বন্যা বয়ে গেছে। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে তিনি অফফর্মে ভুগছেন। আন্তর্জাতিক পর্যায়ে তার ব্যাটে চলছে রান খরা। গতকাল তিনি দুর্দান্ত ভাবে না হলে ও ধীর স্থির গতিতে শুরু করে ও বড় রান করতে ব্যর্থ হয়েছেন।

gill kishan

৪৯ বলে ৩৪ রানের একটা ইনিংস খেলে আউট হয়েছেন গিল। টাইমিং রীতিমতো সমস্যা হচ্ছিল তার। গুদানিস মোতির বল স্টেপ আউট করে গ্যালারিতে ফেলতে গিয়ে লং অফে ধরা পড়েন তিনি। কিন্তু ওই ৩৪ রান করেই তিনি পেছনে ফেলে দিয়েছেন বর্তমান পাক অধিনায়ক বাবর আজমকে।

এর আগে ২৬ ওডিআই ইনিংস খেলে কোনও ক্রিকেটারের সর্বোচ্চ রান করার রেকর্ডটি ছিল বাবর আজমের নামে। ১৩২২ রান করেছিলেন তিনি ২৬ ইনিংস খেলার পর। শুভমান গিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলার পর ২৬ ইনিংসে ৬১.৪৫ গড়ে তার নামের পাশে রয়েছে ১৩৫২ রান।

এবার তার সামনে সুবর্ণ সুযোগ রয়েছে দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি হাশিম আমলাকে টপকে যাওয়ার। তার নামের পাশে রয়েছে এই ফরম্যাটে দ্রুততম ২,০০০ রান করার রেকর্ড। সেই রেকর্ড ভাঙতে গেলে শুভমান গিল-কে আর ১৪টি ইনিংসে ৬৪৮ রান করতে হবে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর