দেশে বেকারত্ব বাড়লেও বাংলায় বেকারত্ব ৪০% কমেছে: মমতা ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্কঃ আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) নবান্নে সাংবাদিক বৈঠক করেন। তিনি বৈঠকে বলেন, দেশে বেকারত্ব বেড়েছে, বাংলায় কমেছে। বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কমেছে।

এদিন তিনি আরও বলেন, “কৃষি ও শিল্প একই মায়ের দুই মেয়ে। কৃষি-শিল্প একসঙ্গে থাকলে প্রচুর কর্মসংস্থান হবে।”

new 2 11

একইসঙ্গে তিনি বলেন, “করোনাকে ভয় পাবেন না। সংক্রমিত হলে চিন্তা করবেন না। এই লড়াই আমাদের বাঁচার লড়াই। সবার সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব।” পাশাপাশি, করোনা আক্রান্তদের সঙ্গে দুর্ব্যবহার প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী মুখ খোলেন।

তিনি বলেন, “আমরা যেন রোগের বিরুদ্ধে লড়ি। রোগীর বিরুদ্ধে নয়। এটা মনে রাখবেন।”

Big Story Is Mamata Banerjee i

মুখ্যমন্ত্রী বলেন, সরকারের তিন ধরনের পরিকল্পনা আছে, যথা- এ-বি-সি। আমরা সবার সহযোগিতা নিয়ে এগোচ্ছি। বাংলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। সবার সাহায্য নিয়ে আমরা এগোচ্ছি।

সম্পর্কিত খবর