অনলাইন টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন আনল ভারতীয় রেল, রইল বিস্তারিত তথ্য

বাংলা হান্ট ডেস্কঃ এই কোভিড কালে বেশ কিছু নিয়ম নীতি পরিবর্তন করেছে রেল। দূরপাল্লার ট্রেন কিছু কিছু চালু হলেও সংখ্যায় এখনও অনেকটাই কম। তার উপরের টিকিট বুকিং নিয়েও রয়েছে বেশ কিছু সমস্যা। কাউন্টারে গিয়ে এই কোভিড কালে টিকিট বুকিং করতে অনেকেই আগ্রহী নন। সুতরাং ভরসা অনলাইন বুকিংয়েই। সেই নিয়মেই এবার বেশ কিছু পরিবর্তন নিয়ে এলো রেল কর্তৃপক্ষ।

এবার থেকে টিকিট বুকিং করার জন্য বেশকিছু নতুন কোড ব্যবহার করতে হবে যাত্রীদের। নির্দিষ্ট কোচ বা সিট করার সময় এই কোড না দিলে আদতে সিট বুকিং সম্পন্ন হবেনা। এই কোডগুলি হল ফার্স্ট এসির জন্য 1 A H, এক্সিকিউটিভ ক্লাসের জন্য E.CE, অনুভূতি ক্লাসের জন্য E.AK, ফার্স্ট ক্লাসের জন্য F. CF, স্লিপারের জন্য S.L.S, এসি চেয়ার কারের জন্য C.C.C, থার্ড এসির জন্য 3A B, এসি থ্রি টিয়ার ইকোনমির জন্য 3EM, সেকেন্ড এসির জন্য 2A A, গরীব রথের এসি থ্রি টায়ারের জন্য থার্ড এসির জন্য 3A B, এসি থ্রি টিয়ার ইকোনমির জন্য 3EM, সেকেন্ড এসির জন্য 2A A, গরীব রথের এসি থ্রি টায়ারের জন্য 3A G, গরীব রথের চেয়ারকারের জন্য CC J, ভিস্টাডোম এসির জন্য V.S. AC DV।

রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এই জটিলতা বৃদ্ধির কারণে হয়তো প্রথম প্রথম কিছুটা অসুবিধা হতে পারে যাত্রীদের। তবে এই কোডগুলি আগামী দিনে টিকিট বুকিংকে অনেক সহজ করে তুলবে। এই পদ্ধতিতে রেলকর্মীদের কাজও অনেকটা সহজ হবে বলেই মনে করছে কর্তৃপক্ষ।

indian railways history

আইআরটিসি তরফে জানানো হয়েছে, আগামী দিনে রেল পর্যটনকে আরও বেশি সময় করে তুলতে প্রতিটি রাজ্যে ভিস্টাডোম কোচ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিস্টাডোম কোচের সবচেয়ে সুন্দর দিকটি হলো তা সম্পূর্ণ কাঁচের তৈরি। এমনকি ছাদও বানানো কাঁচ দিয়ে। ইতিমধ্যেই প্রতি রাজ্যে অন্তত একটি করে এই ধরনের ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। সেই কারণেই বদল আনা হয়েছে টিকিট বুকিংয়ের কোডগুলির ক্ষেত্রেও।

 

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর