বাংলা হান্ট ডেস্ক: সমগ্র বিশ্বব্যাপী বড়বড় সব নামিদামি সংস্থায় ভারতীয়দের দাপট আমরা আগেই পরিলক্ষিত করেছি। শুধু তাই নয়, আন্তর্জাতিক স্তরে একাধিক সংস্থার উচ্চপদেও আসীন রয়েছেন ভারতীয়রা। সেই তালিকায় ঘটলো নতুন সংযোজন। মূলত, এবার Microsoft-এর নতুন “বস” হিসেবে বিবেচিত হবেন এক ভারতীয় (Indian)।
প্রসঙ্গত উল্লেখ্য, IIT মাদ্রাজের প্রাক্তনী পবন দাবুলুরি এবার Microsoft-এর উইন্ডোজ ও সারফেসের নতুন প্রধান নির্বাচিত হয়েছেন। এদিকে, এই পদে আগে কর্মরত ছিলেন পানোস পনয়। তবে, তিনি বর্তমানে Microsoft ছেড়ে Amazon-এ যোগ দেন।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই Mifrosoft উইন্ডোজ ও সারফেসকে আলাদা করে দিয়েছিল। শুধু তাই নয়, এই দু’টির জন্য ভিন্ন নেতৃত্বের কথাও জানানো হয়। এমতাবস্থায়, এর আগে পবন সারফেস সিলিকনের কাজের দেখাশোনা করতেন। অপরদিকে, উইন্ডোজ বিভাগকে নেতৃত্ব দিতেন মিখাইল পারাখিন। কিন্তু, মিখাইল এবার নতুন ভূমিকায় অবতীর্ণ হতে চান। আর এইভাবেই পবনের হতে আসে উইন্ডোজ ও সারফেসের দায়িত্ব। পাশাপাশি, তিনি হয়ে উঠেছেন এই দুই বিভাগের প্রধান।
আরও পড়ুন: হতে চলেছে মেগা ম্যাচ! T20 বিশ্বকাপের পরেও মুখোমুখি হবে ভারত-পাকিস্তান, সামনে এল দিনক্ষণ
পরিচয়: জানিয়ে রাখি যে, পবন দাবুলুরি IIT মাদ্রাজ থেকে স্নাতক হয়েছিলেন। তারপরেই, মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে তিনি রিলেবিলিটি কম্পোনেন্ট ম্যানেজার হিসেবে Microsoft-এ যোগ দেন। এমতাবস্থায়, দীর্ঘ ২৩ বছর ধরে তিনি Microsoft-এ কর্মরত রয়েছেন।
আরও পড়ুন: নবরাত্রির কয়েক ঘন্টা আগেই ঘটবে বছরের প্রথম সূর্যগ্রহণ! ভাগ্যের চাকা ঘুরবে এই ৫ রাশির
উল্লেখ্য যে, Microsoft-এর এক্সপিরিয়েন্স অ্যান্ড ডিভাইস বিভাগের প্রধান রাজেশ ঝা’র একটি চিঠি সংবাদমাধ্যমের হাতে এসেছে। যেটি থেকে জানা গিয়েছে যে, মিখাইল সরে দাঁড়ানোর পরই পবনের নতুন দায়িত্বপ্রাপ্তির কথা। আর এইভাবেই বিশ্বের অন্যতম বৃহৎ সংস্থায় নতুন দায়িত্ব পেয়ে সুন্দর পিচাই-সত্য নাদেলার মতো সফল ভারতীয়দের সাথে একসারিতে জায়গা করে নিলেন পবন।