বাংলাহান্ট ডেস্ক : সোনার দামে বেশ বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে চলতি সপ্তাহে। গত সপ্তাহ পর্যন্ত সোনার দাম কিছুটা হলেও কম ছিল। কিন্তু চলতি সপ্তাহে ঊর্ধ্বমুখী হয় সোনার দাম। এই সপ্তাহের শেষ ব্যবসায়িক দিন অর্থাৎ শুক্রবার ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৯৬১০ টাকা। গত সপ্তাহের শেষ ব্যবসায়িক দিনে ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৯৩৫২ টাকা।
আইবিজেএ দর অনুযায়ী, চলতি সপ্তাহের প্রথম ব্যবসায়িক দিন অর্থাৎ সোমবার ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৯,২৬৫ টাকা। এরপর মঙ্গলবার কিছুটা হলেও বৃদ্ধি পায় সোনার দাম। সেদিন ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৯৩৩০ টাকা। ১০ গ্রাম সোনার দাম বুধবার ছিল ৫৯,৮৫৯ টাকা এবং বৃহস্পতিবার ৫৯,৯০৮ টাকা।
আগের সপ্তাহের রেট অনুযায়ী এই সপ্তাহে ১০ গ্রাম সোনার দাম বৃদ্ধি পেয়েছে ২৫৮ টাকা। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল চলতি সপ্তাহের বৃহস্পতিবার ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৯,৯০৮ টাকা। সেখান থেকে শুক্রবার ১০ গ্রাম সোনার দাম কমে হয়েছে ৫৯৬১০ টাকা। বর্তমানে কত টাকা দরে সোনা বিক্রি হচ্ছে তা আপনারা সহজেই ঘরে বসে জানতে পারবেন।
সোনার রেট জানার জন্য আপনাকে সহজ একটি কাজ করতে হবে। আপনার মোবাইল ফোনে ডায়াল করতে হবে 8955664433। এই নম্বরে একটা মিসড কল দিতে হবে। এরপর ফোন ডিসকানেক্ট হয়ে গেলে আপনার নম্বরে আসবে একটি মেসেজ। সেই মেসেজে সোনার সর্বশেষ মূল্য লেখা থাকবে।