এবার বাই বাই বলুন দিঘাকে! গরমে মন ভালো করতে ঘুরে আসুন ভালুখোপ

বাংলাহান্ট ডেস্ক : দিঘা, পুরি অনেক তো হল। আর কিছুদিন পরেই পড়ে যাবে গরমকাল। এদিকে গরম এলেই আমরা পাহাড়ে ঘুরতে যেতে পছন্দ করি। তবে বাঙালির কাছে পাহাড়ে ঘুরতে যাওয়া মানেই দার্জিলিং। কিন্তু আজ আপনাদের এমন একটি জায়গার কথা বলব যার প্রাকৃতিক সৌন্দর্য অনেকেরই অজানা। এই জায়গাটি কালিম্পংয়ের (Kalimpong) খুবই কাছে। আপনারা যদি এই হিল স্টেশনে যান তাহলে ভুলে যাবেন দার্জিলিং (Darjeeling)।

আমরা কথা বলছি ভালুখোপ (Bhalukhop) সম্বন্ধে। এর নামের সাথে ভাল্লুকের সাদৃশ্য থাকলেও এই জায়গায় কিন্তু ভাল্লুক দেখা যায় না। সব থেকে বড় ব্যাপার হল এই এলাকায় দার্জিলিং এর মত ভিড় হয় না। বেশ শান্ত পরিবেশ। পাহাড়ের কোলে অবস্থিত এই ছোট্ট গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এর সামনেই রয়েছে তিস্তা নদী। অন্যদিকে, এখন থেকে কাঞ্চনজঙ্ঘার ১৮০ ডিগ্রি ভিউ দেখতে পাবেন আপনারা।

Bhalukhop

এই গ্রামের চারদিকে রয়েছে সবুজ পাইন বন। এছাড়াও বৌদ্ধ গুম্ফা রয়েছে এখানে। এই গ্রামটি কালিম্পংয়ের খুব কাছেই অবস্থিত। ছোট্ট এই পাহাড়ি গ্রামটি পাহাড়ের কোলে ৫৩০০ ফুট উচ্চতায় অবস্থিত। ঋতু অনুযায়ী বদলে যায় এখানকার রূপ। ডেলো পাহাড়, সিলারিগাও, ইচ্ছেগাও, ক্যাকটাস গার্ডেন, দূরপীন মনাস্ট্রিও খুব কাছে এই গ্রাম থেকে।

এছাড়াও এই গ্রামে দেখা পাওয়া যায় বিভিন্ন প্রজাতির পাখির। এই গ্রামে গেলে আপনারা ঘুরে আসতে পারেন লাভা লোলেগাঁও, পেডং, ঋষিখোলা। এছাড়াও একটি ছোট ট্রেকিং রুট রয়েছে এখানে। এই গরমের ছুটিতে আপনারাও যদি পাহাড়ে ঘুরতে যেতে চান তাহলে আপনাদের গন্তব্যে অবশ্যই রাখুন ভালুখোপ। এবার জেনে নেওয়া যাক কিভাবে পৌঁছবেন ভালুখোপ।

Bhalukhop

ভালুখোপ শিলিগুড়ি থেকে মাত্র ৭২ কিলোমিটার দূরে অবস্থিত। শিলিগুড়ি শহর থেকে গাড়ি ভাড়া করে আপনারা সরাসরি পৌঁছাতে পারেন এই গ্রামে। অন্যদিকে, নিউ জলপাইগুড়ি থেকেও গাড়ি ভাড়া করে আপনারা এখানে আসতে পারেন। থাকার জন্য রয়েছে একাধিক হোম স্টে। এক্কেবারে শান্ত পরিবেশ থেকে শুরু করে ঘরোয়া খাবারের স্বাদ, সব মিলিয়েই মুগ্ধ হবেন আপনিও।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর