বাংলাহান্ট ডেস্ক : আমরা সকলেই মামা ভাগ্নে পাহাড়ের নাম শুনেছি। এই নামটির সাথে আমাদের প্রথম পরিচয় হয় ছোটবেলায় ভূগোল বইয়ে। এই পাহাড়টি কিন্তু বেশ রহস্যময় (Mysterious)। এই পাহাড়ের দুটি পাথর যেভাবে ব্যালেন্স করে রয়েছে তা সবাইকে বিস্ময় করে দেয়। অপরদিকে এই দুটি পাহাড়ের উচ্চতাও ভিন্ন। দুটি ভিন্ন উচ্চতর পাথর কিভাবে একে অপরের সাথে জুড়ে রয়েছে তা আমাদের বিস্ময় করে দেয়।
কিন্তু এই পাহাড়ের সাথে এক পৌরাণিক কাহিনীও জড়িত আছে। এই পৌরাণিক কাহিনী শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মামা ভাগ্নে পাহাড় (Mama Bhagne Pahar) অবস্থিত বীরভূমের (Birbhum) দুবরাজপুরে। বহু মানুষ এই পাহাড়ের নাম শুনেছেন। অনেকে এই পাহাড় থেকে ঘুরেও এসেছেন। বিস্ময়কর ভূমিরূপ দেখার জন্য অনেকে এই পাহাড় দেখতে ছুটে যায়। এই পাহাড়টি অবস্থিত দুবরাজপুর শহরের মধ্যবর্তী জঙ্গলের মধ্যে।
অনেকেই জানেন এই পাহাড়ে রয়েছে তিলেশ্বর শিব মন্দির। অবাক করে দেওয়া কথা এই যে এই মন্দিরের শিবলিঙ্গ নাকি তিলে তিলে এখনো বেড়ে চলেছে। এই মন্দিরের নামই এসেছে সেখান থেকে। এই শিবলিঙ্গটি প্রথমে ছিল একটি ছোট শিলা। সেখান থেকে বৃদ্ধি পেতে পেতে এটি পরিণত হয়েছে একটি শিবলিঙ্গে। হাতে যদি কয়েক দিনের ছুটি থাকে তাহলে আপনি ঘুরে আসতেই পারেন এই বিস্ময়কর জায়গা থেকে।
শিবলিঙ্গের পাশাপাশি আগ্নেয় শিলার উপর অবস্থিত এই পাহাড়ে রয়েছে যোনী পিঠ। মানুষজন এই যোনী পিঠটিকে আসামের কামাখ্যা মন্দিরের মতোই বিশ্বাস করে। এছাড়াও রামচন্দ্রের সাথে জড়িত রয়েছে মামা ভাগ্নে পাহাড়ের নাম। কথিত আছে রামচন্দ্র যখন সেতু নির্মাণের জন্য পাথর নিয়ে যাচ্ছিলেন তখন সেই পাথর থেকে কয়েক টুকরো পাথর এই জায়গায় পড়ে সৃষ্টি হয় মামা ভাগ্নে পাহাড়ের।