বাংলাহান্ট ডেস্ক : আগামী সোমবার, ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের পাশাপাশি রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে। তবে ২২ শে জানুয়ারি সাধারণ মানুষের জন্য রাম মন্দির খোলা না হলেও ২৪ জানুয়ারি সাধারণ মানুষের জন্য খুলে যাবে রাম মন্দিরের দরজা।
সাধারণ মানুষের জন্য রাম মন্দিরের দরজা খোলার আগেই প্রকাশ্যে এল রামলালার মূর্তির প্রথম ছবি যাতে দেখা গিয়েছে রামলালার মুখ ও হাত হলুদ রঙের কাপড়ে ঢাকা এবং শরীর ঢাকা হয়েছে সাদা রঙের কাপড় দিয়ে। রামমন্দির কর্তৃপক্ষের দ্বারা ইতিমধ্যেই রামলালার মূর্তির ব্যাখ্যামূলক একটি ছবি প্রকাশ করা হয়েছে।
আরোও পড়ুন : হাতে নাতে মিলল ফল, রামের নিন্দা করতেই ভেঙে পড়ল মঞ্চ! মাটিতে লুটিয়ে পড়লেন প্রাক্তন সাংসদ
এই মূর্তিটির সম্পর্কে অনেক কিছু জানানো হয়েছে যেমন, রামলালার মূর্তিটির ওজন ২০০ কিলো , লম্বায় ৪.২৪ ফুট ও ৩ ফুট চওড়া। এছাড়া রামলালার মূর্তির উপরের দিকে রয়েছে স্বস্তিকচিহ্ন, ওঁ, চক্র ও গদা চিহ্ন। এবং মূর্তির একেবারে শীর্ষে থাকছেন সূর্য দেব ও রামলালা তিনি দাঁড়িয়ে আছেন একটি পদ্মের উপরে।
আরোও পড়ুন : কলকাতা থেকে এক্কেবারে কাছে এই সৈকত! সস্তায় ডলফিন থেকে শুরু করে পরিযায়ী পাখি দেখতে পাবেন সবই
রামলালার মূর্তির চারপাশে পাথরে দশাবতার আঁকা রয়েছে যেমন ডানদিকে রয়েছেন মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ এবং বামন অবতার। বাঁদিকে পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি অবতার। এই সমস্ত অবতারগণের একেবারে নীচে একদিকে হনুমান, একদিকে গরুড়। প্রসঙ্গত ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে।
কোটি কোটি ভারতবাসী সেই মুহুর্তের অপেক্ষায়। তার আগে মঙ্গলবার ১৬ই জানুয়ারি থেকে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে সেই উৎসবের সূচনা হচ্ছে অযোধ্যায়। ১৬ জানুয়ারি অযোধ্যায় হয়েছে প্রায়শ্চিত্ত এবং কর্মকুটি পুজো। ১৭ জানুয়ারি- রামের বিগ্রহ শোভাযাত্রা করে অযোধ্যায় পৌঁছায়। ভক্তরা সরযূ নদী থেকে মঙ্গলঘটে করে জল নিয়ে আসেন রামন্দিরে।
১৮ জানুয়ারি- গনেশ অম্বিকা পুজো , ব্রাহ্মণ বরণ এবং বাস্তু পুজোর মধ্য দিয়ে রামমন্দির উদ্বোধনের পুজো-পাঠ শুরু হয়। আজ, ১৯ জানুয়ারি নবগ্রহ প্রতিষ্ঠা হবে, হবে হোমও। আগামীকাল, ২০ জানুয়ারি সরযূর জলে মন্দির ধোয়া হবে, এর পরে হবে অন্নাধিবাস। ২১ জানুয়ারি রামলালাকে ১২৫ কলসজলে স্নান করানো হবে।
২২ জানুয়ারি- বিশেষ রীতি মেনে দুপুর ১২টা ২০ মিনিটে রাম বিগ্রহকে গর্ভগৃহে প্রবেশ করাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হবে। ২২ জানুয়ারি প্রাণপ্রতিষ্ঠার সমস্ত আচার-অনুষ্ঠান হয়ে গেলে মন্দির বন্ধ রাখা হবে। তার একদিন বাদে ২৪ শে জানুয়ারি থেকে রাম মন্দিরের দরজা তার ভক্তসাধারণদের জন্যে খুলে দেওয়া হবে।