সুখবরঃ এবার থেকে ৬ হাজারের বদলে বছরে ৩৬ হাজার পাবে কৃষকরা, জলদি করুন এই কাজ

বাংলা হান্ট ডেস্কঃ দেশব্যাপী কৃষকদের জন্য একাধিক প্রকল্প আগে থেকেই লাগু করেছে কেন্দ্রীয় সরকার। যার মধ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে বছরে তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে মোট ৬০০০ টাকা সাহায্য ভাতা লাভ করেন কৃষকরা। তবে আজ যে প্রকল্প নিয়ে আলোচনা করতে চলেছি আমরা, এক্ষেত্রে প্রতিমাসে তিন হাজার টাকা করে পাওয়ার সুযোগ রয়েছে কৃষকদের জন্য।

আপনি যদি কৃষক সম্মান নিধি প্রকল্পের আওতায় থাকেন তাহলে এর জন্য আপনাকে আলাদা করে কোনো কাগজপত্র জমা দিতে হবে না। আসুন জেনে নেওয়া যাক, পিএম কিষান মানধন যোজনার উদ্দেশ্য ঠিক কি? এটি সরকারের একটি পেনশন প্রকল্প। এক্ষেত্রে ৬০ বছরের অধিক বয়সী কৃষকদের প্রতি মাসে ৩০০০ টাকা করে বছরে মোট ৩৬০০০ টাকা পেনশন প্রদান করে সরকার।

কিন্তু এটি যেহেতু একটি পেনশন প্রকল্প তাই আপনাকে এর জন্য আগে থেকে টাকা জমা করতে হবে। তবে মাসিক প্রিমিয়ামের পরিমাণ অত্যন্ত কম। মূলত অসংগঠিত ক্ষেত্রে কৃষকদের কথা মাথায় রেখেই এই প্রকল্প লাগু করেছে মোদী সরকার।

Money will come to 11 crore farmers account

দেখে নেওয়া যাক কিভাবে পাবেন এই প্রকল্পের সুবিধাঃ

★ প্রথমত এই প্রকল্পের জন্য আপনার বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

★ ১৮ বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করলে আপনার মাসিক প্রিমিয়াম হবে মাত্র ৫৫ টাকা। ৩০ বছর বয়সে যোগদান করলে মাসিক প্রিমিয়াম হবে ১১০ টাকা এবং ৪০ বছর বয়সে যোগদান করলে আপনাকে মাসিক ২০০ টাকা দিতে হবে।

★ এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে সর্বোচ্চ দুই হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমি থাকা প্রয়োজন।

★ যদি আপনি পিএম কিষান সম্মান নিধি যোজনায় অন্তর্ভুক্ত না থাকেন, আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্টের নথিপত্র দিতে হবে।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর