বাংলা হান্ট ডেস্কঃ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য নিয়ে এলো বড় সুযোগ। আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক হন এবং একইসঙ্গে একজন চাকরিজীবী ব্যক্তি হন তাহলে আপনার জন্য বড় সুযোগ নিয়ে এসেছে ব্যাংক। এক্ষেত্রে আপনি কুড়ি লক্ষ টাকা অবধি বিশেষ সুবিধা পেতে পারেন। এর জন্য আপনাকে শুধুমাত্র ব্যাংকের নির্দিষ্ট শাখায় PNB মাই স্যালারি অ্যাকাউন্ট (PNB MySalary Account) খুলতে হবে।
আসুন জেনে নেওয়া যাক কি কি সুবিধা দেবে ব্যাংকঃ
আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে মাই স্যালারি অ্যাকাউন্ট খোলেন তাহলে সেক্ষেত্রে একাধিক সুবিধা পাবেন আপনি। ব্যাংকের তরফ থেকে আপনাকে বীমা কভারেজের সুবিধা প্রদান করা হবে। অর্থাৎ কোন সময় যদি আপনার সঙ্গে কোন দুর্ঘটনা ঘটে সে ক্ষেত্রে বীমার সঙ্গে ওভারড্রাফ্ট (অতিরিক্ত উত্তোলন) ও সুইপ সুবিধাও পাওয়া যাবে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই যেতে পারেন এই লিংকে https://www.pnbindia.in/salary saving products.html
এই অ্যাকাউন্টের চারটি বিভাগ রয়েছেঃ
আপনাকে জানিয়ে রাখি পিএনবি মাই স্যালারি অ্যাকাউন্টের জন্য চারটি বিভাগ রেখেছে। সিলভার, গোল্ড, প্রিমিয়াম এবং প্লাটিনাম আপনার মাসিক বেতন অনুযায়ী এই চার বিভাগের যেকোন একটি বিভাগে অ্যাকাউন্ট খুলতে পারেন আপনি।
★ যাদের মাসিক বেতন ১০ হাজার থেকে ২৫ হাজার তাদের ‘সিলভার’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।
★যাদের মাসিক বেতন ২৫০০১ থেকে ৭৫০০০ টাকা পর্যন্ত তাদের ‘গোল্ড’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।
★যাদের মাসিক বেতন ৭৫০০১ টাকা থেকে ১৫০০০০ টাকা পর্যন্ত তাদের ‘প্রিমিয়াম’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।
★যাদের মাসিক বেতন ১৫০০০১ টাকার বেশি তাদের ‘প্ল্যাটিনাম’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।
কোন বিভাগের ক্ষেত্রে কি সুবিধাঃ
আপনাকে জানিয়ে রাখি সিলভার ক্যাটাগরির ক্ষেত্রে ৫০ হাজার টাকা অবধি ওভারড্রাফটের সুবিধা পাওয়া যাবে। গোল্ড ক্যাটাগরির ক্ষেত্রে দেড় লক্ষ টাকা অব্দি ওভারড্রাফটের সুবিধা পাওয়া যাবে। সঙ্গে প্রিমিয়াম ক্যাটাগরির ব্যক্তিরা দু লক্ষ ২৫ হাজার টাকা অবধি ওভারড্রাফট করার সুবিধা পাবেন। প্লাটিনাম ক্যাটাগরির গ্রাহকদের ক্ষেত্রে ওভারড্রাফটের পরিমাণ ৩ লক্ষ টাকা।