নিউজিল্যান্ডের এই তিনটি চ্যালেঞ্জকে হারাতেই হবে ভারতকে, না হলেই বিশ্বকাপের বাইরে

বাংলা হান্ট ডেস্কঃ গত রবিবার নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হারের পর নিউজিল্যান্ড ম্যাচ এখন মরণ বাঁচন যুদ্ধে পরিণত হয়েছে ভারতের জন্য। কার্যত আজকের ম্যাচকে ভারতের কোয়ার্টার ফাইনালের লড়াই বললেও ভুল হয় না। কারণ এই ম্যাচে হারলেই ভারতের সেমিফাইনালে যাওয়ার রাস্তা প্রায় বন্ধ হয়ে যাবে। অন্যদিকে আইসিসি টুর্নামেন্টে রেকর্ড রয়েছে বিরাট বাহিনীর বিপক্ষে। ২০০৩ সালের পর গত ১৮ বছরে আইসিসি টুর্নামেন্টে কোন ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে পারেনি ভারত।

যদিও ইতিহাস নিয়ে অতখানি চিন্তা করার কিছু নেই, কারণ যেহেতু দল আলাদা তাই ফলও আলাদা হতেই পারে। কিন্তু ভারতের বড় চিন্তার কারণ হবে আরও অন্য কতকগুলি কারণ। একদিকে যেমন হার্দিক পান্ডিয়া এখনও সেভাবে ফর্মে নেই, তাই অলরাউন্ডার হিসেবে তাকে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিতে হয়েছে ভারতকে, অন্যদিকে তেমনি ছন্দে নেই ভুবনেশ্বর কুমারও। বিশেষত পাকিস্তান ম্যাচে যথেষ্ট রান খরচা করেছেন তিনি। এইসব চিন্তার কারন তো রয়েছেই তার উপর নিউজিল্যান্ডের তিন খেলোয়াড়ের থেকেও রীতিমতো সাবধানে থাকতে হবে ভারতকে।

অধিনায়ক কেন উইলিয়ামসন ভারতের বিরুদ্ধে ভীষণই স্বচ্ছন্দ। এখনও পর্যন্ত দেখতে হলে টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের পর ভারতের বিরুদ্ধেই সবথেকে বেশি রান করেছেন তিনি। ভারতের বিরুদ্ধে ১৩৬ স্ট্রাইক রেটে ১১ ম্যাচে মোট ৩২৫ রান করেছেন কিউই অধিনায়ক। এমনকি তার সর্বোচ্চ স্কোর ৯৫ রানও তিনি করেছিলেন ভারতের বিরুদ্ধেই। তাই কেনের ফর্ম নিয়ে অবশ্যই চিন্তা থাকবে ভারতের। এছাড়া রয়েছেন দুই বোলার, পাকিস্তান ম্যাচে বাঁহাতি গতি তারকা শাহীন শাহ আফ্রীদি একাই শিকার করেছিলেন রাহুল, রোহিত এবং কোহলিকে। নিউজিল্যান্ডের কাছেও রয়েছে ট্রেন্ট বোল্টের মত দুরন্ত অস্ত্র। এই বাঁহাতি ফাস্ট বোলারের হাতে ইতিমধ্যেই কোহলি আউট হয়েছেন ৬ বার, রোহিত ৫ বার এবং রাহুল ১ বার। তাই তাকে নিয়ে অবশ্যই বড় চিন্তার কারণ থাকবে।

images 2021 10 31T160319.739

এছাড়াও রয়েছেন লেগ স্পিনার ইশ সোধি। টি-টোয়েন্টি ম্যাচে ভারতের বিরুদ্ধে সবথেকে বেশি উইকেট শিকার করার রেকর্ড রয়েছে তার। ১২ ম্যাচে এখনও পর্যন্ত ১৭ টি উইকেট সংগ্রহ করেছেন এই ডানহাতি লেগ স্পিনার। এমনকি সীমিত ওভারের ক্রিকেটে ক্ষেত্রে দেখতে গেলে, কোহলিকে পাঁচবার এবং রাহুলকে দুবার আউট করেছেন তিনি। তাই অবশ্যই তার থেকে সাবধানে থাকতে হবে বিরাট বাহিনীকে।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর