বাংলাহান্ট ডেস্ক : বর্ষা মানেই ঘাটালের হাল বেহাল। প্রতি বছর বৃষ্টিতে ভেসে যাওয়ার অবস্থা হয় ঘাটালের। বছরের পর বছর ধরে ভোগান্তি সহ্য করতে হয় সাধারণ মানুষকে। এমতাবস্থায় দীর্ঘদিন ধরে কার্যত চাতক পাখির মতো ঘাটাল মাস্টার প্ল্যানের আশায় রয়েছে স্থানীয় বাসিন্দারা। কিন্তু কবে শেষ হবে প্রকল্পের কাজ? বুধবার ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে এই প্রশ্নের মুখেই পড়েন সাংসদ দেব (Dev)। কী বললেন তৃণমূলের তারকা সাংসদ?
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক দেবের (Dev)
প্রতি বছর বর্ষা এলেই ভেসে যায় ঘাটাল। দেবের (Dev) প্রতিশ্রুতি সত্ত্বেও এতদিনেও কোনও পরিবর্তন হল না এখানের পরিস্থিতির। এদিন ঘাটালে গিয়ে এসডিও অফিসে জেলাশাসক, পুলিশ সুপার, স্বাস্থ্য সচিব সহ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে দেব জানান, ঘাটাল মাস্টার প্ল্যানের (Ghatal Master Plan) অধিকাংশ কাজই প্রায় শেষ। মানুষের যাতে কোনোরকম সমস্যা না হয় সে কথা মাথায় রেখেই জমি অধিগ্রহণ করা হচ্ছে।
কতদূর এগোলো কাজ: দেব (Dev) বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) নিয়ে অনুমোদন হয়েছে। অনেকগুলি সুইজ গেট সংস্কারের কাজ চলছে। বেশকিছু হয়েও গিয়েছে। প্রথম দফার কাজ এই মাসের মধ্যেই হয়ে যাবে বলে মন্তব্য করেন অভিনেতা সাংসদ। জমি অধিগ্রহণের বিষয়ে দেব (Dev) বলেন, যতটা কম জমি নিয়ে কাজ করা যায় সেদিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন ডিজাইনে প্রায় ৪০ শতাংশ জমি কম লাগছে বলে জানান তিনি। কম লাগছে বলে জানান তিনি।
আরও পড়ুন : এবার পুজোয় পাতে পড়বে পদ্মার ইলিশ, বাংলাদেশ সরকারকে বিশেষ চিঠি মাছ ব্যবসায়ীদের
কবে শেষ হবে প্রকল্পের কাজ: দেবের (Dev) কথায়, ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) সাধারণ মানুষের জন্য। মানুষ যাতে শান্তিতে থাকতে পারে। সেই ১৯ শে জুন থেকে মানুষ জলের মধ্যে রয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন ৩ বছরের মধ্যে কাজ শেষ হবে। মাস্টার প্ল্যানের কাজ শুরু হলেই তা তিন বছরের মধ্যে শেষ হয়ে যাবে বলে এদিন দাবি করেন তারকা সাংসদ।
আরও পড়ুন : আমূল বদলে যাচ্ছে নিয়ম, SIR জল্পনার মাঝেই ভোটার কার্ড নিয়ে এল বড় আপডেট
উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে প্রথমে ভোটে দাঁড়াতে চাননি দেব (Dev)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সে সময় কথা দিয়েছিলেন, কেন্দ্র অর্থ না দিলে রাজ্যের টাকায় তৈরি হবে ঘাটাল মাস্টার প্ল্যান। সেই মতো শুরু হয়েছে কাজ। যদিও এদিন দেব ঘাটাল যাওয়ার আগে বিজেপির তরফে কটাক্ষ করা হয়, মাস্টার প্ল্যানের নামে ঘাটালবাসীকে উচ্ছেদ করার পরিকল্পনা চলছে। দেবকে ‘ঢপবাজ’ বলে প্রশ্ন করা হয়েছে, এ বছর চার বার বন্যায় পড়েছে ঘাটাল। তখন কোথায় ছিলেন দেব?